ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি ফ্লোরিডা রাজ্যে দেখা (Flesh eating Bacteria) দিয়েছে এক ভয়ঙ্কর ব্যাক্টেরিয়ার প্রকোপ, যা ইতিমধ্যেই চারজনের প্রাণ কেড়ে নিয়েছে। ব্যাক্টেরিয়ার নাম ‘ভিব্রিও ভালনিফিকাস’। এই নামটি অনেকের কাছে নতুন হলেও, এর প্রভাব যথেষ্ট ভয়াবহ। এটি এমন এক প্রজাতির ব্যাক্টেরিয়া যা মানবদেহে প্রবেশ করে চামড়া, কোষ এবং মাংসপেশি ধ্বংস করে ফেলে। আক্রান্ত ব্যক্তি যদি দ্রুত চিকিৎসা না পান, তবে মৃত্যুও হতে পারে।
আধসেদ্ধ বা কাঁচা সামুদ্রিক খাবার (Flesh eating Bacteria)
এই ব্যাক্টেরিয়ার উৎপত্তি মূলত উষ্ণ সমুদ্রজল এবং সামুদ্রিক প্রাণীর (Flesh eating Bacteria) শরীরে। বিশেষ করে ঝিনুক, শামুকের মতো জলজ প্রাণীর মাধ্যমে এটি মানুষের শরীরে প্রবেশ করতে পারে। আধসেদ্ধ বা কাঁচা সামুদ্রিক খাবার খেলে সংক্রমণের আশঙ্কা অনেক বেশি। সিডিসি (সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) জানিয়েছে, ভিব্রিওসিস নামে একটি জটিল রোগ এই ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকেই হয়।
সমুদ্রের নোনা জল (Flesh eating Bacteria)
শুধু খাবার নয়, শরীরের কোথাও কাটা-ছেঁড়া বা ক্ষত থাকলে এবং সেই জায়গায় (Flesh eating Bacteria) সমুদ্রের নোনা জল লাগলে এই ব্যাক্টেরিয়া প্রবেশ করতে পারে। সমুদ্রস্নান, মাছ ধরা, কিংবা উপকূলীয় এলাকায় হাঁটার সময়ও সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। ফলে ফ্লোরিডা উপকূলবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষেরা এখন দ্বিগুণ সতর্ক হয়ে উঠেছেন।
হৃদযন্ত্রে প্রভাব
এই ব্যাক্টেরিয়ার আরেকটি বিপজ্জনক দিক হল এটি সবার শরীরে একই ধরনের উপসর্গ তৈরি করে না। কারও ক্ষেত্রে ত্বক পচে যাওয়া, কারও ক্ষেত্রে কিডনি বিকল, আবার কারও শরীরে সেপসিস বা রক্তে সংক্রমণ ঘটছে। এমনকি হৃদযন্ত্রেও প্রভাব ফেলছে এই সংক্রমণ।
সতর্কতাই একমাত্র উপায়
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন দীর্ঘদিন ধরে ডায়াবিটিসে ভোগা ব্যক্তি, বা যাঁদের লিভারে সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। সংক্রমণ হলে খুব দ্রুত অবস্থা জটিল হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO) এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। গবেষকেরা এই ব্যাক্টেরিয়া প্রতিরোধে কার্যকরী ওষুধ বা প্রতিকার খুঁজে বের করার চেষ্টা করছেন। আপাতত সতর্কতাই একমাত্র উপায়। সিডিসি সবাইকে পরামর্শ দিচ্ছে, কোনও অবস্থাতেই কাঁচা বা অর্ধসিদ্ধ সামুদ্রিক খাবার খাওয়া যাবে না।

আরও পড়ুন: Weather Forecast: আবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা!
এই পরিস্থিতিতে শুধু ফ্লোরিডাই নয়, বিশ্বের অন্যান্য উপকূলবর্তী অঞ্চলেও সচেতনতা বাড়ানোর সময় এসেছে। কারণ উষ্ণ জলবায়ুর কারণে এমন ব্যাক্টেরিয়ার বিস্তার যে কোনও সময় অন্যত্রও ঘটতে পারে। এখনই সাবধান না হলে, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।