ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেলা শেষ। এবার ঘরে ফেরার পালা। ‘শুদ্ধিকরণ প্রতিবার, গঙ্গাসাগরের অঙ্গীকার…’ এই স্লোগানকে সামনে রেখে রাজ্য প্রশাসন এবারের গঙ্গাসাগর মেলার (Gangasagar fair 2025) সূচনা করেছিল। মেলার শেষেও সেই অঙ্গীকার বজায় রাখল রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার সকাল শুরু হয় গঙ্গাসাগর (Gangasagar) সাফাই অভিযান। সাফ করা হল সমুদ্রতট। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের গঙ্গাসাগর সাফাই অভিযান অংশ নিয়েছিলেন রাজ্যের মন্ত্রীরাও।
সংক্রান্তির পুণ্যস্নান (Gangasagar)
মকর সংক্রান্তিতে পুণ্যস্নান উপলক্ষে গত দুই সপ্তাহ ধরে রাজ্য তথা দেশ ও বিদেশ থেকে ১ কোটি ১০ লক্ষেরও বেশি পুণ্যার্থী এসেছিলেন গঙ্গাসাগরে (Gangasagar) । এত পুণ্যার্থীর কপিলমুনির মন্দিরে পুজো দেওয়া এবং পুণ্যস্নানে যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য সব রকম আয়োজন ও বন্দোবস্ত করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। যাতে কোনও রকম অপ্রীতিকার ঘটনা বা দুর্ঘটনা না ঘটে এবং পুণ্যার্থীরা যাতে নিরাপদে ফিরে যেতে পারেন তার জন্যও রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছিল যথাযথ ব্যবস্থা।
আরও পড়ুন: Golf Green Murder: ১০ হাজার টাকা না দেওয়ায় পিসিকে খুন! গ্রেফতার ভাইপো
এত মানুষের সমাগমে যাতে সাগরের (Gangasagar) সবুজায়ন এবং স্বচ্ছতা বজায় থাকে সেইদিকেও সতর্ক প্রশাসন। তাই মেলা শেষে সমস্ত অস্থায়ী কাঠামো খুলে এবং বিস্তীর্ণ সাগরতটকে পরিষ্কার ও দূষণমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে অভিনব উদ্যোগ রাজ্য প্রশাসনের।
আরও পড়ুন: Police seized diamond: ব্যাঙ্ককর্মীর বাড়িতে কুবেরের ধন! হদিশ মিলল চুরি যাওয়া কোটি টাকার হিরের
বৃহস্পতিবার সকালে সাগরতটে সাফাই অভিযানে শামিল হলেন রাজ্যের মন্ত্রী, জেলাশাসক থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ঝাড়ুহাতে সমুদ্রতট পরিষ্কার করলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী, জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী পুলক রায়, সুন্দরবন বিষয়কমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ জেলাশাসক, এসপি থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সমুদ্রতটকে দূষণমুক্ত করতে স্পে করা হলো কীটনাশক। সেইসঙ্গে মেলা উপলক্ষে গঙ্গাসাগরকে(Gangasagar) পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে গত কয়েক দিন ধরে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন নিরলস কাজ করে গিয়েছে তাদের হাতেও তুলে দেওয়া হলো শংসাপত্র। সাগর তটের সৌন্দর্য্য রক্ষা এবং দূষণমুক্ত করতেই এই উদ্যোগ বলে জানালেন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এবং মন্ত্রী বঙ্কিম হাজরা।