ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার দ্বিতীয় দিনের মাত্র কয়েক ওভার বাকি থাকতেই (Gavaskar Furious Over Dukes Ball Row), ভারত ডিউকস বল নিয়ে অভিযোগ করে, যা প্রায় ১০ ওভার পুরনো ছিল।
শুবমান গিলের প্রতিবাদ, মহম্মদ সিরাজের অসন্তোষ (Gavaskar Furious Over Dukes Ball Row)
ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এল ডিউকস বল (Gavaskar Furious Over Dukes Ball Row)। খেলার শুরুতেই, মাত্র ১০ ওভারের পুরনো বল নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভারতীয় দল। তখনই ভারত অধিনায়ক শুবমান গিলকে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। আম্পায়ার বলটিকে বল মাপার হুপে প্রবেশ করাতে চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয় না। এরপর গিল জোরালো ভঙ্গিতে আম্পায়ারের সঙ্গে কথা বলেন। এমনকি ড্রিংক্স ব্রেকের সময়ও গিলকে ক্ষুব্ধ দেখা যায়।
আবারও বল বদল, পুরনো সমস্যা নতুন করে ফিরে এল (Gavaskar Furious Over Dukes Ball Row)
৪৮ বল পর আবারও বল বদল করতে হয়। ম্যাচ শুরুর আগে থেকেই এই সমস্যা ছিল। আগের দুই টেস্টেও বল বদলের প্রবণতা দেখা গিয়েছিল। প্রাক্তন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড মনে করেন, ডিউকস বলের গুণমান নিয়ে বড় সমস্যা রয়েছে।
সুনীল গাভাসকারের কটাক্ষ
স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেওয়ার সময় সুনীল গাভাসকার বলেন, “এই বল কোনওভাবেই ১০ ওভারের পুরনো নয়, দেখতে ২০ ওভারের মতো। যদি ভারতে এমন হত, এবং বদলানোর জন্য উপযুক্ত বল না থাকত, তবে ব্রিটিশ মিডিয়া ব্যাপারটা নিয়ে হইচই শুরু করে দিত।”
স্টুয়ার্ট ব্রডের কড়া সমালোচনা
স্টুয়ার্ট ব্রড সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ লেখেন, “ক্রিকেট বলটা একজন ভালো উইকেটরক্ষকের মতো হওয়া উচিত। খুব একটা নজরে পড়ে না। বলটা নিয়ে আমাদের খুব বেশি কথা বলতে হচ্ছে কারণ এটা একটা সমস্যা এবং প্রায় প্রতি ইনিংসেই পরিবর্তন করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। মনে হচ্ছে ৫ বছর হয়ে গেছে। ডিউকের একটা সমস্যা আছে। তাদের এটা ঠিক করতে হবে। একটা বল ৮০ ওভার টিকে থাকা উচিত। ১০ ওভার নয়।”
ডিউকস মালিক দিলীপ জাজোদিয়ার প্রতিক্রিয়া
ডিউকস বল প্রস্তুতকারী সংস্থার মালিক দিলীপ জাজোদিয়া এই বিতর্কে সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান গরম আবহাওয়া এবং আধুনিক ক্রিকেটের চাহিদা মাথায় রেখেই বলের মান উন্নয়নের জন্য তারা প্রস্তুত। তিনি আরও বলেন, “আমাদের বল ১৮ শতক থেকে চলে আসছে। কিন্তু আজকের তারকা ক্রিকেটারদের উচিত একটু ধৈর্য্য রাখা এবং যুক্তিসঙ্গত আচরণ করা।”
আরও পড়ুন: Djokovic shellshocked: উইম্বলডনের সেমিফাইনালে সিনারের দাপটের সামনে হার মানলেন জোকোভিচ
ডিউকস বল নিয়ে বিতর্ক টেস্ট সিরিজের গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে পৌঁছেছে। প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি বল প্রস্তুতকারকদের নতুন করে ভাবতে হবে? দর্শক, ক্রিকেটার, এবং বিশেষজ্ঞদের নজর এখন সেই দিকেই।