ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিউ মেক্সিকোয় হলিউড কিংবদন্তি জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে (Gene Hackman Death)। কার্বন মনোক্সাইড-এর বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
নিউ মেক্সিকোর বাড়িতে মিলল দেহ (Gene Hackman Death)
হলিউডের কিংবদন্তি অভিনেতা জিন হ্যাকম্যান, তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়া এবং তাঁদের পোষ্য কুকুরকে মৃত অবস্থায় পাওয়া গেছে (Gene Hackman Death)। বুধবার দুপুরে নিউ মেক্সিকোয় নিজের বাড়িতে তাঁদের দেহ উদ্ধার করা হয়।
মৃত্যুর কারণ এখনো অজানা (Gene Hackman Death)
সান্তা ফে নিউ মেক্সিকান-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় (Gene Hackman Death)। তবে সান্তা ফে কাউন্টির শেরিফ আদান মেন্ডোজা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি।
সম্ভাব্য কারণ কার্বন মনোক্সাইড বিষক্রিয়া?
এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনুমান করছেন, কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার কারণে এই মৃত্যু হয়ে থাকতে পারে।
একজন ব্যবহারকারী X (পূর্বে টুইটার)-এ লিখেছেন, “জিন হ্যাকম্যান। শান্তিতে থাকুন কিংবদন্তি। অসাধারণ অভিনেতা ছিলেন। মিসিসিপি বার্নিং, সুপারম্যান, আনফরগিভেন, ক্রিমসন টাইড, এনেমি অব দ্য স্টেট—অসংখ্য দুর্দান্ত সিনেমায় অভিনয় করেছেন। তদন্তকারীরা বলছেন, এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়, তাই হয়তো কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার কারণেই এই মৃত্যু?”
আরও পড়ুন: Sonakshi Sinha: ধর্ম নয়, ভালোবাসাই গুরুত্বপূর্ণ! হঠাৎ কেন বললেন সোনাক্ষী সিনহা?
আরেকজন লেখেন, “RIP জিন হ্যাকম্যান। যা জানা যাচ্ছে, তাতে আমি মনে করছি এটি হয়তো কার্বন মনোক্সাইড বা অন্য কোনো গ্যাস লিকের কারণে হয়েছে। বাড়িতে নিরাপদ থাকুন!”
তৃতীয় এক ব্যক্তি মন্তব্য করেছেন, “অনেকেই ভাবছেন, যদি কোনো অপরাধমূলক কাজ না হয়ে থাকে, তাহলে কুকুরটিও কেন মারা গেল? আমার মতে, এটি কার্বন মনোক্সাইডের কারণেও হতে পারে, অথবা কেউ গ্যাস চালু রেখে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”
আরও পড়ুন: Sikandar Teaser: সামনে এল ‘সিকান্দার’-এর টিজার! একঝলকে অ্যাকশনে ভরপুর ছবি
হলিউডের এক যুগের অবসান
জিন হ্যাকম্যান ছিলেন হলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন। তাঁর আকস্মিক মৃত্যু সিনেমাপ্রেমীদের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। তবে মৃত্যুর আসল কারণ কী, তা জানতে আনুষ্ঠানিক তদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।