ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মাঝেই বিষাদের সুর। জার্মানির ক্রিসমাস মার্কেটে মর্মান্তিক পথদুর্ঘটনা (Germany Accident)। বেপরোয়া গাড়ির ধাক্কায় দুর্ঘটনাস্থলেই নিহত ২, আহত ৬০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গ্রেফতার হওয়াদের মধ্যে একজন ৫০ বছরের ব্যক্তি ও একজন জার্মানিতে স্থায়ীভাবে বসবাসকারী সৌদি আরবের এক ডাক্তার।
বেপরোয়া গতির শিকার (Germany Accident)
উৎসবের মাঝে বিষাদ। জার্মানিতে ঝরলো রক্ত। জার্মানির ক্রিসমাস মার্কেটে ভিড়ে ঠাসা রাস্তায় ঢুকে পরা বেপরোয়া গতির ধাক্কায় বড়সড় দুর্ঘটনা (Germany Accident)। মর্মান্তিক পথদুর্ঘটনায় নিহত শিশুসহ অন্তত দুজন, আহত ৬০ জনেরও বেশি। আহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ৫০ বছরের বয়সী একজনকে ও জার্মানিতে স্থায়ীভাবে বসবাসকারী সৌদি আরবের এক ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার পরই পুলিশ এলাকাটি ঘিরে ফেলে।
দুঃখ প্রকাশ সৌদি সরকারের (Germany Accident)
পথ দুর্ঘটনার সঙ্গে সৌদি আবের একজন জড়িত থাকায় সৌদি আরবের বিদেশ মন্ত্রক গভীর ভাবে দুঃখ প্রকাশ করেছে (Germany Accident)। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফিজারের সঙ্গে এলাকাটি পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: Narendra Modi: ভারত-কুয়েত সম্পর্কে নতুন অধ্যায়! ৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী
কী বললেন মন্ত্রী?
তামারা জিয়েচাং স্টেট ইন্টেরিয়র মিনিস্টার জানিয়েছেন, সেখানে দুটি সুযোগ-সুবিধা হয়েছে এবং আরবের একজন ৫০ বছর বয়সী লোক যিনি সেখানে প্রবেশ করেছিল। ২০০৬ সালে প্রথমবার তিনি একটি থাকার অনুমতি পেয়েছিলেন এবং এইভাবে একটি স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন এবং শেষবার বার্নবার্গে একজন ডাক্তার হিসাবে কাজ করেছিলেন। আমরা বর্তমানে জানি, তিনি এখন একাকী অপরাধী হিসেবে রয়েছেন। তিনি আরও জানিয়েছেন, অন্য অপরাধীদের সম্পর্কে কোনও তথ্য নেই।
আরও পড়ুন: Drone Attack: রাশিয়ার কাজানে ৯/১১ –এর মতো ড্রোন হামলা!
বড়দিনের আগেই বিষাদ
আর ৪ দিন পর বড়দিনের উৎসব। বিভিন্ন দেশের মতোই ক্রিসমাসের আনন্দে মেতে উঠেছে জার্মানিও। তাঁর মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর পথদুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে জার্মানির রাজধানী বার্লিন থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ম্যাগডেবার্গ শহরে। এই সময় কেনাকাটা করতে রাস্তায় ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। এমন সময় বেপরোয়া গতিতে বাজারে ঢুকে পড়ে এক কালো রঙের বিএমডব্লু গাড়ি। দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় পিষে যান ২ জন। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে চলে আসে প্রচুর পরিমানে পুলিশ বাহিনী। উৎসবের মরশুমে বিষাদের ছায়া ম্যাগডেবার্গে।