ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ কোরিয়ায় এক যুবককে তার (Girl Assault Case) প্রেমিকাকে বারবার ধর্ষণ ও অত্যাচারের দায়ে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণে অস্বাভাবিক ভূমিকা পালন করেছে একটি ওয়াশিং মেশিন।
গত বছরের ঘটনা (Girl Assault Case)
ঘটনাটি গত বছরের মার্চ-এপ্রিলে ঘটে (Girl Assault Case)। ২৪ বছর বয়সী যুবকটি তার প্রেমিকাকে বাড়িতে আটকে রেখে বারবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালায়। পরে তরুণী পুলিশে অভিযোগ করলেও প্রাথমিকভাবে প্রমাণের অভাবে মামলা দুর্বল হয়ে পড়ে। এমনকি জমা দেওয়া ৩৯ মিনিটের সিসি ফুটেজেও সরাসরি অপরাধ ধরা পড়েনি।
ওয়াশিং মেশিনের অবদান (Girl Assault Case)
তবে তদন্তকারীদের নজর কাড়ে বাড়ির ওয়াশিং মেশিনের প্লাস্টিক ঢাকনা। এতে প্রতিফলিত হয়েছিল যুবকের অত্যাচারের কয়েকটি মুহূর্ত। এই অস্পষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ দৃশ্য ফরেনসিক বিশ্লেষণ করে আদালতে পেশ করা হয়। প্রমাণ দেখে যুবক অপরাধ স্বীকার করে নেয়।
আরও পড়ুন: New Zealand Earthquake: সকালেই ভূমিকম্প, আবার সুনামির সম্ভাবনা, দেশ ধ্বংসের আশঙ্কা!
অভিযুক্তের সাজা
আদালত অভিযুক্তের বিরুদ্ধে “তদন্তে বাধা দেওয়া ও ভিকটিমকে চাপ দেওয়ার” কথাও উল্লেখ করে। ৮ বছরের সাজা হলেও আপিলে তা কমিয়ে ৭ বছর করা হয়। এই মামলা প্রযুক্তির সাহায্যে অপরাধ প্রমাণের একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে।