ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অনেকেই ইউটিউবে নিয়মিত কনটেন্ট (Golden Play Button) তৈরি করেন, ভিডিও আপলোড করেন, সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করেন। লক্ষ্য থাকে সেই স্বপ্নের “গোল্ডেন প্লে বাটন”। এটি ইউটিউবের পক্ষ থেকে একধরনের বিশেষ সম্মান, যা চ্যানেলের জনপ্রিয়তা ও গুণমানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। কিন্তু এই পুরস্কার শুধু সংখ্যা নয়, মানের সঙ্গেও জড়িত। প্রথমেই জেনে রাখা ভালো ইউটিউব গোল্ডেন প্লে বাটন কেবল তখনই দেওয়া হয়, যখন কোনও চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লক্ষে পৌঁছায়। তবে, এই লক্ষ্যমাত্রা পূরণ করলেই সম্মানটি পাওয়া যাবে এমনটা নয়। এর পিছনে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত।
আসম সাবস্ক্রাইবার (Golden Play Button)
প্রথম শর্ত হল, চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারকে হতে হবে (Golden Play Button) আসল। অর্থাৎ, কৃত্রিমভাবে বা সাবস্ক্রাইবার কেনার মাধ্যমে সংখ্যা বাড়ানো হলে ইউটিউব সেই চ্যানেলকে গোল্ডেন বাটনের জন্য অযোগ্য ঘোষণা করতে পারে। ইউটিউবের স্প্যাম নীতি এই বিষয়ে অত্যন্ত কঠোর।
কমিউনিটি গাইডলাইন (Golden Play Button)
তাছাড়া, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, পরিষেবা শর্তাবলী এবং কপিরাইট নীতির সঙ্গেও চ্যানেলকে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদি চ্যানেলে কোনও ধরনের কমিউনিটি স্ট্রাইক থাকে, কপিরাইট ভঙ্গ হয় বা কোনও কনটেন্টে অসঙ্গতি থাকে— তা হলে গোল্ডেন বাটনের যোগ্যতা প্রশ্নের মুখে পড়ে।
কাঙ্ক্ষিত গোল্ডেন প্লে বাটন
চ্যানেল ১০ লক্ষ সাবস্ক্রাইবার পার করার পর ইউটিউব একটি ম্যানুয়াল রিভিউ প্রক্রিয়া শুরু করে। এতে সাম্প্রতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করা হয় কোনও নিয়মভঙ্গ হয়েছে কি না, চ্যানেল সক্রিয় রয়েছে কি না, এবং কনটেন্টের মান কেমন। সবকিছু ঠিকঠাক থাকলে ইউটিউব চ্যানেল মালিককে ‘ক্রিয়েটর অ্যাওয়ার্ডস ড্যাশবোর্ড’-এ একটি রিডেম্পশন কোড পাঠায়। এই কোড ব্যবহার করে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের পুরস্কার অর্ডার করতে হয়। নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পর, সাধারণত কয়েক সপ্তাহের মধ্যেই সেই কাঙ্ক্ষিত গোল্ডেন প্লে বাটন এসে পৌঁছয়।
পূর্ব-নোটিশ ছাড়াই পুরস্কার বাতিল
তবে সতর্কতা জরুরি যদি ইউটিউব কোনওভাবে মনে করে চ্যানেলটি নিয়ম ভেঙেছে, বা সাবস্ক্রাইবারদের গুণমান নিয়ে সন্দেহ থাকে, তা হলে কোনও পূর্ব-নোটিশ ছাড়াই পুরস্কার বাতিল করতে পারে। এমনকি চ্যানেল নিষ্ক্রিয় থাকলেও গোল্ডেন বাটন না-ও পাওয়া যেতে পারে।