ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতে অনলাইন (Govt Bans OTT Apps) কনটেন্টের লাগামহীনতা ও বেআইনি তথ্য প্রচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রক (MIB) এক নির্দেশিকায় দেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ২৫টি ওটিটি প্ল্যাটফর্মে সাধারণ মানুষের অ্যাক্সেস বন্ধ করার নির্দেশ দিয়েছে। লক্ষ্য একটাই-দেশে বেআইনি ও অশ্লীল কনটেন্টের ওপর রাশ টানা।
সরকারি বিবৃতি (Govt Bans OTT Apps)
তথ্যপ্রযুক্তি আইন ২০০০ এবং ডিজিটাল মিডিয়া এথিক্স কোড (Govt Bans OTT Apps) অনুযায়ী মধ্যস্থতাকারীদের দায়িত্ব দেওয়া হয়েছে এই ধরনের কনটেন্ট অপসারণ ও জনসাধারণের জন্য অ্যাক্সেস নিষ্ক্রিয় করার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই অ্যাপগুলিতে এমন ধরনের যৌনউদ্দীপক এবং সাংস্কৃতিকভাবে অনভিপ্রেত কনটেন্ট প্রচারিত হচ্ছিল যা আইনত অপরাধ।
তালিকায় কোন কোন অ্যাপ? (Govt Bans OTT Apps)
যে ওটিটি অ্যাপগুলির উপর এই নিষেধাজ্ঞা জারি (Govt Bans OTT Apps) হয়েছে, তার মধ্যে রয়েছে উল্লু, এএলটিটি, দেসিফ্লিক্স, বিগ শটস অ্যাপ, বুমেক্স, গুলাব অ্যাপ, হিটপ্রাইম, জলভা অ্যাপ, লুক এন্টারটেইনমেন্ট, শোএক্স, ফেনেও, হালচাল অ্যাপ, আড্ডা টিভি, হটএক্স ভিআইপি, মোজিফ্লিক্স, ফিউজি, ট্রাইফ্লিক্স এবং আরও কয়েকটি প্ল্যাটফর্ম। এই অ্যাপগুলোর অনেকগুলিরই ডাউনলোড সংখ্যা এক কোটিরও বেশি ছিল।

আইন অনুযায়ী ব্যবস্থা
সরকার জানিয়েছে, এগুলির বিরুদ্ধে ভারতীয় তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৭ এবং ৬৭এ ধারা, ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা এবং নারী অশ্লীল চিত্রায়ণ প্রতিরোধী আইন ১৯৮৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু বন্ধই নয়, এই অ্যাপগুলোর নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও গ্রহণ করা হতে পারে।
আরও পড়ুন: Indian Railway: সিটে বসেই পাবেন খাবার, তাও আবার জেনারেল কোচে!
এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের গত এপ্রিলে দেওয়া একটি পর্যবেক্ষণ বিশেষ তাৎপর্যপূর্ণ। আদালত জানায়, ওটিটি ও সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কনটেন্ট বন্ধ করা বিচার বিভাগের এক্তিয়ারের বাইরে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকেই যথাযথ ব্যবস্থা নিতে হবে। এর পরেই কার্যত কড়া পদক্ষেপ নিতে উদ্যোগী হয় সরকার।
নির্দেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
এখন কেন্দ্র সরকারের লক্ষ্য, ভবিষ্যতে এমন কনটেন্ট যাতে আর কোনোভাবেই ছড়িয়ে না পড়ে এবং প্ল্যাটফর্মগুলো যেন আইনের সীমার মধ্যে থেকে কাজ করে, তা নিশ্চিত করা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, টেলিযোগাযোগ বিভাগ ইতিমধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে এই নির্দেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে।