ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুরু হচ্ছে সংসদের বাজেট(Budget Session)অধিবেশন। শুক্রবার, সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন। অধিবেশন শুরুর আগেগরিব-মধ্যবিত্তের মঙ্গলকামনায় লক্ষ্মীর স্তব পাঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)।
বাজেট অধিবেশনের আগে লক্ষ্মীর স্তব মোদির(Budget Session)
শনিবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট(Budget Session) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে আজ সংসদের দুই কক্ষের সদস্যদের সামনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাজেট অধিবেশনের আগে বেনজির দৃশ্য সংসদ চত্বরে। অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়েই মহালক্ষ্মীর মন্ত্র স্তব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতির ভাষণের আগে প্রধানমন্ত্রী বললেন, “যে কোনও ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মা লক্ষ্মীকে স্মরণ করি। আজও আমি সেটাই করতে চাই। মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হন, এটাই প্রার্থনা।” এরপরই মহালক্ষ্মীর মন্ত্র আওরাতে শোনা যায় প্রধানমন্ত্রীকে।
বিকশিত ভারতের স্বপ্নপূরণের আশ্বাস মোদির(Budget Session)
লক্ষ্মী স্তবের পর মোদি বলেন, “দেশবাসী আমাকে তৃতীয়বারের জন্য তাঁদের স্বপ্নপূরণের উদ্দেশে কাজ করার সুযোগ দিয়েছেন, তাতে আমি আপ্লুত। আগামী ২৫ বছর সমৃদ্ধ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের স্বপ্নপূরণের সংকল্প নিয়েছে এই সরকার। এবারের বাজেট(Budget Session) সেই সংকল্প পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এটাই আমাদের লক্ষ্য। এবারের বাজেট নতুন ভারতের স্বপ্নপূরণের বাজেট হতে চলেছে।”
আরও পড়ুন: Union Budget: শনিবার সংসদে কেন্দ্রীয় বাজেট, কী থাকবে নির্মলার ব্রিফ কেসে?
নতুন এক বিশ্বাস তৈরি করবে এবারের বাজেট(Budget Session)
প্রধানমন্ত্রীর ঘোষণা, “এবারের বাজেট দেশবাসীর জন্য নতুন বিশ্বাসের সোপান হতে চলেছে। নারীশক্তির পুনঃজাগরণের উদ্যোগ নেওয়া হবে। আমাদের দেশে যুবশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার শতবর্ষে দেশের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁরাই নেবেন। তাঁরা যখন ৪০-৫০ বছর বয়সে যাবেন, তাঁরা লাভবান হবেন।” মোদির কথায়, ভারতের শক্তি গোটা বিশ্বে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছে। স্বাধীনতার শতবর্ষ পূর্ণরূপে বিকশিত ভারতের আত্মপ্রকাশ হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে তাঁর সরকার।
আরও পড়ুন: Live In Relation : উত্তরাখণ্ডের পথেই হাঁটল রাজস্থান, লিভ-ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন
আজ থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন চলবে ৪ এপ্রিল পর্যন্ত। তবে টানা নয়, ২ টি পর্যায়ে ভাগ করা হয়েছে বাজেট অধিবেশনকে ৷ প্রথম পর্যায় শুরু হচ্ছে আজ থেকে, চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর মধ্যে ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই সেদিন সংসদের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে ৷ আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানাতে বক্তব্য রাখতে পারবেন সাংসদরা। রাজ্যসভায় বাজেট নিয়ে আলোচনার জন্য ৩ দিন নির্ধারণ করা হয়েছে ৷ আগামী ৬ ফেব্রুয়ারি রাজ্যসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।