ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক সময় কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো দেশবাসীকে ব্যয়সঙ্কোচ ও আত্মত্যাগের পথ শেখাতেন(Fidel Castro)। কিন্তু তাঁর নাতি স্যান্দ্রো কাস্ত্রো সেই পথের সম্পূর্ণ বিপরীত জীবনযাপনের জন্য আজ কিউবার (Cuba) সাধারণ মানুষের রোষের মুখে। ৩৩ বছরের স্যান্দ্রো, যাঁর সামাজিক মাধ্যমে প্রায় ১.২ লক্ষ অনুগামী, প্রায়ই বিলাসবহুল জীবনযাপনের ছবি ও ভিডিও পোস্ট করেন।
কখনও তিনি হাতে দামি মদ নিয়ে রিসর্টে বসে আছেন, কখনও বা বিদেশি গাড়ির স্টিয়ারিং হাতে দামি চুরুট টানছেন। কোনও ভিডিওতে প্রমোদতরীতে মদ্যপান, কোনও ছবিতে ক্লাব বা পানশালায় জমজমাট পার্টির আয়োজন—সব কিছুই সামাজিক মাধ্যমে তুলে ধরছেন তিনি। এমনকি সম্প্রতি হাভানায় দীর্ঘ লোডশেডিং নিয়ে সমালোচনাও করেছেন। এক ভিডিয়োতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কিউবার অভিবাসীদের “বাঁচার সুযোগ” দেওয়ার অনুরোধও করেছেন স্যান্দ্রো। অন্য এক ভিডিওতে মজা করে কিউবার বিয়ারকে ‘ওষুধ’ বলেছেন(Fidel Castro)।
‘এল প্যাট্রন’ রিসর্টের বিলাসিতা ও আক্ষেপের ছায়া (Fidel Castro)
সম্প্রতি স্যান্দ্রো নিজের ইনস্টাগ্রামে কিউবার জনপ্রিয় রিসর্ট ‘এল প্যাট্রন’-এর ছবি শেয়ার করেন(Fidel Castro)। যেখানে এক রাতের ভাড়া প্রায় ১০০ মার্কিন ডলার — ভারতীয় মুদ্রায় প্রায় ৮,500 টাকা। অথচ বর্তমান কিউবায় বহু নাগরিক এত টাকা কয়েক মাসেও উপার্জন করতে পারেন না।
কিউবার অর্থনীতি এখন ভয়াবহ সংকটে।
- মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে।
- গড় মাসিক বেতন ভারতীয় মুদ্রায় মাত্র ১,৫০০ টাকার মতো।
- অনেক এলাকায় দিনে ১৬-২০ ঘণ্টা লোডশেডিং চলছে।
- বিদেশি মুদ্রার রাজস্ব বিগত কয়েক বছরে প্রায় ৩০% কমেছে।
ফলে খাবার, জ্বালানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে স্যান্দ্রোর দামি পার্টি, যেখানে প্রবেশমূল্য প্রায় ৪০ মার্কিন ডলার (প্রায় ৩,০০০ টাকা), তা সাধারণ কিউবানদের কাছে বিদ্রূপের সমান মনে হচ্ছে(Fidel Castro)।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া (Fidel Castro)
সামাজিক মাধ্যমে বহু কিউবান নাগরিক স্যান্দ্রোর পোস্টের তীব্র নিন্দা করছেন(Fidel Castro)। অভিযোগ, “যে দেশের মানুষ দৈনিক একবেলার খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে, সেই দেশের বিপ্লবী নেতার নাতি এমন বিলাসিতার ছবি পোস্ট করেন কীভাবে?” কিউবায় এখন অনেক মানুষ গোপনে পার্টির প্রবেশমূল্য বা বিলাসবহুল রিসর্টের ভাড়ার সাথে নিজেদের মাসিক আয়ের তুলনা করে ক্ষোভ প্রকাশ করছেন।

ফিদেলের উত্তরাধিকার বনাম স্যান্দ্রোর জীবনযাপন (Fidel Castro)
ফিদেল কাস্ত্রো কিউবাকে আমেরিকার প্রভাবমুক্ত রাখতে বিপ্লব ঘটিয়েছিলেন ১৯৫৯ সালে(Fidel Castro)। তাঁর মূল মন্ত্র ছিল সরল জীবনযাপন এবং দেশপ্রেম। কিন্তু স্যান্দ্রোর বিলাসী জীবন সেই উত্তরাধিকারের প্রতি অসম্মান হিসেবেই দেখা হচ্ছে।
স্যান্দ্রোর বাবা অ্যালেক্সিস কাস্ত্রো সোটো ডেল ভাল, ফিদেলের দ্বিতীয় স্ত্রীর পাঁচ পুত্রের একজন। অনেক কিউবান মনে করেন, ফিদেল কাস্ত্রোর নাতির কাছ থেকে এমন উগ্র ভোগবাদী জীবনধারা প্রত্যাশিত নয়, বিশেষত দেশের ভয়াবহ আর্থিক সংকটের সময়ে।