ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভয়ানক দিল্লির দূষণ পরিস্থিতি। সোমবারের পর মঙ্গলবারও রেকর্ড গড়ল দূষণ সূচক। ধোঁয়াশা ঢেকেছে দিল্লি (Delhi)। দূষণ মোকাবিলায় দিল্লির সরকার সোমবার থেকে সর্বোচ্চ নিয়ন্ত্রণবিধি জারি করেছে। তার পরেও পরিস্থিতি বদলায়নি। বরং আরও ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার সকালে দিল্লিতে বাতাসের গুণমান (Delhi Air Quality ) সূচক ৫০০ ছুঁইছুঁই।
মারাত্মক দূষণে জেরবার রাজধানী দিল্লি (Delhi)। ভয়াবহ দূষণের ফলে রাজধানীর বাতাস কার্যত বিষাক্ত হয়ে উঠেছে। সোমবারের পর মঙ্গলবারও অতি ভয়ানক দূষণ পরিস্থিতি রাজধানীতে। সকাল থেকেই ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি। ধোঁয়াশার চাদরে ঢেকেছে লুধিয়ানা, চণ্ডীগড়, নয়ডাও। ব্যপকভাবে কমছে দৃশ্যমান্যতা। এদিনই সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গিয়েছে দিল্লির দূষণ (Delhi Air Pollution)। ইতিমধ্যেই দূষণ রুখতে এবং মানুষকে সুরক্ষিত করতে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের দূষণ মোকাবিলার সর্বোচ্চ বিধি বা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ জারি করা হয়েছে রাজধানী অঞ্চলে।
আরও পড়ুন: Delhi Farmer Protest: কৃষকদের ‘দিল্লি চলো’ আন্দোলন; কাঁদানে গ্যাস, জল কামানে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা
আরও পড়ুন: Gangasagar fair: ১৩ জানুয়ারি শুরু গঙ্গাসাগর মেলা, নবান্নে প্রস্তুতি-বৈঠক মুখ্যমন্ত্রীর
সোমবার সকালে রাজধানীতে (Delhi) বাতাসের গুণমানের সূচক ৩০০ পার করে যায়। ফলে জিআরএপি ৩ জারি করতে বাধ্য হয় কমিশন। বিকেল ৪টে পর্যন্তও বাতাসের গড় গুণমান ছিল ৩৭৯। পরে রাত ১০টার দিকে বাতাসের গুণমান আরও খারাপ হয়ে ৪০০ অতিক্রম করে যায়(Delhi Air Pollution)। তখন আরও কড়াকড়ির পথে এগোয় দূষণ নিয়ন্ত্রণ কমিশন। সর্বোচ্চ নিয়ন্ত্রণবিধি জারি থাকাকালীন রাজধানী অঞ্চলে সমস্ত নির্মাণকাজ বন্ধ থাকবে। রাজধানীতে ট্রাকের প্রবেশও নিয়ন্ত্রণ করা হবে। স্কুলে সশরীরে পড়ুয়াদের উপস্থিত থাকতে হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
সরকারি অফিসগুলিতেও অর্ধেক কর্মীকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানো হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন। প্রয়োজন মনে করলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সাময়িক ভাবে বন্ধও রাখার সিদ্ধান্ত নিতে পারে সরকার। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয়, এমন বাণিজ্যিক গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হতে পারে।
আরও পড়ুন: Nirbhaya Case: দিল্লির নির্ভয়া-কাণ্ডের ১২ বছর, কবে বিচার পাবে বাংলার তিলোত্তমা?
গত কয়েক দিনে দিল্লির (Delhi) তাপমাত্রার পারদ নিম্নগামী। শৈত্যপ্রবাহে কাবু রাজধানী এবং তার সংলগ্ন এলাকা। প্রতিবছর শীত পড়লেই দিল্লিতে এরকম ভয়ঙ্করভাবে বেড়ে যায় দূষণ। পরিস্থিতি মোকাবিলায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতেই এদিন আদালত জানায়, দূষণের সমস্যা শুধু দিল্লি বা তার আশপাশের অঞ্চল নয়, গোটা দেশের সমস্যা হয়ে উঠেছে বায়ু দূষণ (Delhi Air Pollution)। ফলে শুধু মাত্র দিল্লির সমস্যা নিয়ে পদক্ষেপ করা ঠিক নয়। সব রাজ্যের দূষণ সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত।