ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রায় তিন বছরের প্রচেষ্টার পর আলিপুর চিড়িয়াখানায় আসতে চলেছে দৈত্যাকার সবুজ অ্যানাকোন্ডা (Green Anaconda)। দক্ষিণ আমেরিকার আমাজনের গহন অরণ্যে বাস করা এই প্রাণীকে নিয়ে বহু বছর ধরেই চিড়িয়াখানা কর্তৃপক্ষের মধ্যে আগ্রহ ছিল। বিভিন্ন সময়ে দেশের পাশাপাশি বিদেশেও খোঁজ চালানো হলেও ফল মেলেনি। তবে এবার চেন্নাইয়ের বিখ্যাত মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে দুটি সবুজ অ্যানাকোন্ডা আনা হচ্ছে কলকাতায়।
মাদ্রাজ থেকেই আসছে একজোড়া সবুজ অ্যানাকোন্ডা (Green Anaconda)
আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, গত মাসেই একটি প্রতিনিধিদল মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে গিয়ে উপযুক্ত সবুজ অ্যানাকোন্ডা বেছে নিয়ে এসেছেন। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। এখন শুধুমাত্র কেন্দ্রীয় জু অথরিটির (Central Zoo Authority of India) অনুমতির অপেক্ষা। অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে এই অ্যানাকোন্ডাগুলিকে আনা হবে।
আরও পড়ুন: Primary Job Cancellation: আজ ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, হাইকোর্টে অবস্থান জানাবে পর্ষদ
২০১৯ সালে এসেছিল হলুদ অ্যানাকোন্ডা (Anaconda)
উল্লেখযোগ্য যে, ২০১৯ সালেই আলিপুর চিড়িয়াখানায় প্রথমবারের মতো চারটি হলুদ অ্যানাকোন্ডা আনা হয়েছিল মাদ্রাজ থেকেই। এই সাপগুলি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছিল। তবে সবুজ অ্যানাকোন্ডা আকারে আরও বিশাল। একটি পূর্ণবয়স্ক সবুজ অ্যানাকোন্ডার দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন পৌঁছায় ২৫০ কেজির কাছাকাছি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ আগেই এই দৈত্যাকার সরীসৃপের (Green Anaconda) জন্য আলাদা ঘর তৈরি করে রেখেছে। শুধু সঠিক উৎস থেকে তাদের আনার অপেক্ষায় ছিল আলিপুর কর্তৃপক্ষ।
বিনিময়ে শাঁখামুটি বা ইগুয়ানা চেয়েছে মাদ্রাজ কর্তৃপক্ষ
এই সবুজ অ্যানাকোন্ডা পাওয়ার জন্য আলিপুর চিড়িয়াখানা বহুবার আবেদন করেছিল। এর আগেও একবার মাদ্রাজ কর্তৃপক্ষ সেই আবেদন ফিরিয়ে দিয়েছিল। পরে আলিপুর কর্তৃপক্ষ রাজ্য জু অথরিটি ও ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব জু অ্যান্ড অ্যাকোয়ারিয়ামস (WAZA)-এর কাছেও গিয়েছিল, কিন্তু সেখানেও আশাভঙ্গ হয়।
আরও পড়ুন: Weather Report: বঙ্গজুড়ে বজ্রসহ ঝোড়ো বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা?
তবে এবারে মাদ্রাজ চিড়িয়াখানা কর্তৃপক্ষ রাজি হয়েছে দুটি সবুজ অ্যানাকোন্ডার (Green Anaconda) শাবক পাঠাতে। বিনিময়ে তারা চেয়েছে আলিপুর চিড়িয়াখানা থেকে শাঁখামুটি (Indian Flapshell Turtle) অথবা ইগুয়ানা।
দর্শকদের জন্য নতুন আকর্ষণ হতে চলেছে সবুজ অ্যানাকোন্ডা
আলিপুর চিড়িয়াখানা সবসময়ই দর্শনার্থীদের জন্য নতুন কিছু উপহার দিতে চায়। সবুজ অ্যানাকোন্ডা (Green Anaconda) সেই তালিকায় যুক্ত হতে চলেছে একটি বড় সংযোজন হিসেবে। হলিউড ও টলিউডের ছবিতে দেখা যায় এই ভয়ংকর ও রহস্যময় সাপকে। এবার বাস্তবে সেই সাপ দেখা যাবে কলকাতার প্রাণকেন্দ্রেই।