Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু কোটাক (Green Lords Pitch) জানিয়েছেন যে সবুজ লর্ডসের পিচ দেখে ভারত বিচলিত নয়। ইংল্যান্ড তৃতীয় টেস্টের জন্য প্রস্তুতি নিয়েছে কিন্তু জোফরা আর্চারের হুমকি স্বীকার করেছে।
লর্ডস টেস্টের আগে আত্মবিশ্বাসী ভারত (Green Lords Pitch)
ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানিয়েছেন (Green Lords Pitch), লর্ডসে তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড যে ধরনের পিচই তৈরি করুক না কেন, তাতে ভারতের বিশেষ চিন্তার কিছু নেই। সিরিজ এখন ১-১ অবস্থায় রয়েছে। প্রথম দুটি টেস্টে প্রচুর রান হওয়ার পরে ইংল্যান্ডের পক্ষ থেকে এবার কঠিন পিচ তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে কোটাক জানিয়েছেন, ভারত যেকোনও ধরনের উইকেটে খেলতে প্রস্তুত। তৃতীয় টেস্ট শুরু হবে ১০ জুলাই থেকে। তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোটক।
তিনি জানান, লর্ডসের উইকেটে আগের দুই ম্যাচের তুলনায় অনেক বেশি ঘাস রয়েছে। তবে ম্যাচের আগের দিন চূড়ান্ত কাটিং-এর পর দেখা যাবে আসল পরিস্থিতি কেমন। কোটাক বলেন, ব্যাটারদের বেশি সময় উইকেটে কাটাতে হবে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করে বড় শট খেলার সুযোগ খুব একটা থাকবে না।
কী বললেন তিনি? (Green Lords Pitch)
তিনি বলেন (Green Lords Pitch), “আপনি যেমন বললেন, পিচে আগের দুই ম্যাচের তুলনায় একটু বেশি ঘাস দেখা যাচ্ছে। তবে চূড়ান্ত কাটিং-এর পর বোঝা যাবে ঠিক কতটা ঘাস রাখা হয়েছে। সাধারণত লর্ডসের টেস্ট পিচে প্রথম ও দ্বিতীয় ইনিংসে রান তুলনামূলক কম হয়। ফলে অনুমান করা যায় যে এবার বোলারদের কিছুটা সাহায্য পাওয়া যেতে পারে। ব্যাটারদের জন্য এটি চ্যালেঞ্জিং হতে পারে। তবে আমি বিশ্বাস করি, সবকিছু নির্ভর করে মানসিকতার ওপর। যত বেশি সময় উইকেটে কাটানো যাবে, তত ভালোভাবে পিচের সঙ্গে মানিয়ে নেওয়া যাবে। সেটাই সবচেয়ে কার্যকর উপায়।”
আরও পড়ুন: Gautam Gambhir Post-Match Act: ঐতিহাসিক এজবাস্টন জয়! গম্ভীরের মুখে হাসি, গিলের নেতৃত্বে নতুন নজির
জোফরা আর্চারের প্রত্যাবর্তন নিয়ে কোটাকের মন্তব্য (Green Lords Pitch)
ভারতের ব্যাটিং কোচ আরও জানান, তৃতীয় টেস্টে জোফরা আর্চার খেললে তা ভারতীয় ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে। তবে ইংল্যান্ডের পক্ষে যে কোনও ধরনের উইকেট তৈরি করার অধিকার রয়েছে বলেও মত দেন তিনি। “জোফরার দলে ফেরা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। ইংল্যান্ড দল তাদের বোলিং বিভাগে কিছু পরিবর্তন আনতে পারে — যা আমরা এখনই জানি না। তবে পিচও কিছুটা কঠিন হবে বলে মনে হচ্ছে”।
তিনি আরও বলেন, “প্রথম দুই ম্যাচের পর, যদি ইংল্যান্ড মনে করে আরও চ্যালেঞ্জিং পিচ বানানো দরকার, সেটাও ঠিক আছে। যেকোনও উইকেটেই এটা একটা চ্যালেঞ্জ হতে পারে। তবে আমি মনে করি না যে এটা আমাদের জন্য খুব বড় সমস্যা। যদি আপনি ভালো ব্যাটিং করেন, তাহলে কোনো উইকেটই সমস্যা নয়। আর যদি আপনি খারাপ ব্যাটিং করেন, তাহলে যেকোনো উইকেটই কঠিন মনে হবে,” বলেন কোটক।
আর্চারের ফর্ম ও ইংল্যান্ড বোলিং বিভাগের পরিস্থিতি
জোফরা আর্চার চার বছর পর টেস্ট দলে ফিরেছেন। তিনি শেষবার টেস্ট খেলেছিলেন ভারতের বিরুদ্ধেই, ২০২১ সালে। এবার সাসেক্সের হয়ে খেলতে নেমে ১৮ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নেন এবং ব্যাট হাতে ৩৪ বলে ৩১ রান করেন। ভারতের বিরুদ্ধে আর্চার এখনো পর্যন্ত দুটি টেস্ট খেলেছেন এবং মোট চারটি উইকেট নিয়েছেন।
বোলিং নিয়ে প্রশ্ন
ইংল্যান্ডের অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে অনেক প্রশ্ন উঠছে। ফলে টিম ম্যানেজমেন্ট চাইছে আর্চারকে খেলাতে। একইসঙ্গে দলে নেওয়া হয়েছে গাস অ্যাটকিনসনকেও, যাতে পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী করা যায়। তবে দেখা যাবে, তরতাজা খেলোয়াড়দের অন্তর্ভুক্তি ইংল্যান্ডের বোলিং পারফরম্যান্সে আদৌ কোনও পরিবর্তন আনতে পারে কিনা। কারণ, এই সিরিজে ভারতের ব্যাটাররাই এখন পর্যন্ত ইংল্যান্ড বোলারদের একের পর এক চাপে ফেলেছেন।