ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঠান্ডাকে উপেক্ষা করে রবিবার রেডরোড ধরে দৌড়ল শহর কলকাতা। নবম টাটা স্টিল ওয়ার্ল্ড 25k গোল্ড কলকাতা ম্যারাথনে ৫টি ক্যাটাগরিতে অংশ নিলেন ২০ হাজারেরও বেশি প্রতিযোগি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রানার, অলিম্পিকে পদক জয়ীদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ে নজর কাড়লেন বাংলা ও দেশের রানাররাও। ৮ থেকে ৮০ দৌড়লেন সব বয়সী ক্রীড়া প্রেমিরা। রেডরোডে ম্যারাথনকে ঘিরে এক অন্য সকালের সাক্ষী রইল শহর কলকাতা।
একে তো রবিবার ছুটির দিন। জাঁকিয়ে পড়েছে ঠান্ডাও। তবুও নবম টাটা স্টিল ওয়ার্ল্ড 25k গোল্ড কলকাতা ম্যারাথনকে ঘিরে জমজমাট রবিবাসরীয় ভোর। পাঁচটি ক্যাটাগরি মিলিয়ে বিভিন্ন বয়সের ২০ হাজারেরও বেশি প্রতিযোগী দৌড়লেন রেডরোড থেকে। ম্যারাথনকে ঘিরে চাঁদের হাট বসেছিল রেডরোডে। অংশগ্রহনকারীদের উৎসাহিত করতে ভোর থেকেই রেড রোডে উপস্থিত ছিলেন ম্যারাথনের ইন্টারন্যাশনাল ব্রান্ড অ্যাম্বাসাডর তথা ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার সোল ক্যাম্বেল। শেষ পর্যন্ত থেকে ম্যারাথন উপভোগও করলেন আর্সেনালের প্রাক্তন তারকা ফুটবলার।
উপস্থিত ছিলেন, রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস, ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু, বিধায়ক দেবাশীষ কুমার সহ আরও অনেকে। এবারের ম্যারাথনে অংশ নিয়েছেন সেনাবাহিনী ও কলকাতা পুলিশও। স্বস্ত্রীক ম্যারাথনে দৌড়লেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এবারের ম্যারাথনে বাড়তি পাওনা অলিম্পিকে পদক জয়ী তারকা বক্সার মেরি কমের উপস্থিতি। বক্সিংয়ের স্টান্স নিতে নিতেই দৌড়লেন মণিপুরের বক্সিং মম। কলকাতা এই ম্যারাথনে
আরও পড়ুন: https://tribetv.in/tata-steel-world-25k-kolkata-marathon-held-on-sunday/
25k আন্তর্জাতিক এলিট গ্রুপে পুরুষদের বিভাগে গতবারের চ্যাম্পিয়ন কেনিয়ার ড্যানিয়েল ইবেনিওকে হারিয়ে ১ ঘন্টা ১২ মিনিট ২৯ সেকেন্ড সময় করে খেতাব জিতলেন উগান্ডার স্টিফেন কিসা। মাত্র ৫ সেকেন্ড বেশি সময় করে রানার হলেন ইবেনিও। আন্তর্জাতিক এলিট মহিলাদের গ্রুপে এবারও খেতাব জিতলেন গতবারের চ্যাম্পিয়ন ইথিওপিয়ার সুতুমে কিবেডি। তিনি সময় নিলেন ১ ঘন্টা ১৯ মিনিট ১৭ সেকেন্ড। এবার তাঁদের লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ।25k ভারতীয়দের এলিট গ্রুপে পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন জাতীয় রেকর্ড গড়া গুলভীর সিং। গতবারের চ্যাম্পিয়ন সাওয়ন বারওয়ালকে হারিয়ে দিলেন গুলভীর। ১ ঘন্টা ১৪ মিনিট ৬ সেকেন্ড সময় নিয়ে ইভেন্ট রেকর্ডও করলেন ভারতীয় সেনা বাহিনীর এই রানার। কয়েক মিলি সেকেন্ড বেশি সময় করে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল সাওয়নকে।
আরও পড়ুন: https://tribetv.in/mohunbagan-super-giant-win-isl-2024-against-kerala-blusters/
25k ভারতীয়দের এলিট গ্রুপে মহিলাদের বিভাগে খেতাব জিতলেন ২০২২ সালের চ্যাম্পিয়ন সঞ্জীবনী যাদব। তিনি সময় নিলেন ১ ঘন্টা ২৯ মিনিট ৮ সেকেন্ড। ১ ঘন্টা ৩০ মিনিট ৫৮ সেকেন্ড সময় করে রানার্স হলেন প্রথমবার নিজের শহরে 25k ম্যারাথনে অংশ নেওয়া হুগলির ত্রিবেণীর মেয়ে লিলি দাস। এক বছর পর কলকাতায় ফিরে আবারও খেতাব জিততে পেরে খুশি সঞ্জীবনী। আন্তর্জাতিক রানারদের সঙ্গে দৌড়নোটা আগামী এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে বলে আশাবাদী দিল্লির এই রানার। কেরিয়ারের প্রথম ম্যারাথনে দ্বিতীয় স্থানে শেষ করতে পেরে এবং শহরবাসীর সমর্থন পেয়ে উচ্ছ্বসিত লিলিও।