ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুরু পূর্ণিমা হিন্দু ধর্মে এক বিশেষ (Guru Purnima Remedy) তিথি, যা জ্ঞানের সাধনা, গুরুভক্তি এবং আত্মশুদ্ধির প্রতীক। এই দিনটি গুরুদের সম্মান জানানোর পাশাপাশি আত্মিক উন্নতির পথেও এক মহৎ সুযোগ এনে দেয়। জ্যোতিষী রাহুল দে জানিয়েছেন, কিছু পবিত্র নিয়ম পালন করলে জীবনে আসে শান্তি, সমৃদ্ধি ও আশীর্বাদ। নিচে রইল গুরু পূর্ণিমার দিন পালনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ কাজ—
১. গঙ্গাস্নানের মাধ্যমে দিন শুরু করুন (Guru Purnima Remedy)
যদি সম্ভব হয়, তবে এই বিশেষ দিনে খুব ভোরে উঠে গঙ্গায় (Guru Purnima Remedy) স্নান করুন। গঙ্গাস্নান আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম বলে ধরা হয়। তা না হলে বাড়িতে স্নানের সময় গঙ্গাজল ব্যবহার করলেও পূণ্য লাভ হয়।
২. গুরু ও পিতৃপুরুষকে প্রণাম করুন (Guru Purnima Remedy)
সকালে উঠে সর্বপ্রথম মা-বাবা এবং গুরুজনদের প্রণাম (Guru Purnima Remedy) করুন। তাঁদের আশীর্বাদ গ্রহণ করলে জীবনের বাধা সহজ হয় এবং মানসিক শান্তি লাভ করা যায়।
৩. দান করুন গরিব ও দুঃস্থদের
এই পবিত্র তিথিতে নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র, অভাবী ও দুস্থ মানুষদের খাদ্য, বস্ত্র বা অর্থ দান করুন। এমন কাজের ফলে ভাগ্য চক্র সক্রিয় হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে।
৪. দীক্ষা নেওয়ার সেরা সময়
ধর্মীয় মত অনুযায়ী গুরু পূর্ণিমার দিনটি দীক্ষা গ্রহণের জন্য অত্যন্ত শুভ। যদি আপনি কোনও গুরু বা আধ্যাত্মিক পথের সন্ধানে থাকেন, তবে এই দিনটি হতে পারে একটি নতুন পথচলার সূচনা।
৫. গুরুর চরণে অর্পণ করুন ফুল ও বস্ত্র
স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার গুরু বা ঈশ্বররূপ গুরুদেবের চরণে সাদা বা হলুদ ফুল ও একই রঙের বস্ত্র নিবেদন করুন। এই উপাচার গুরুভক্তির প্রতীক।
৬. ঘরে গীতা পাঠ করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন
এই দিনে বাড়িতে ‘শ্রীমদ্ভগবদ্ গীতা’ পাঠ করলে মানসিক প্রশান্তি লাভ হয়। চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করার, কারণ এটি আত্মিক শুদ্ধি ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে।
৭. দেবী লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন
গৃহস্থ জীবনে মঙ্গল কামনায় এই দিন দেবী লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা করলে সংসারে শান্তি, স্নেহ এবং সমৃদ্ধি বজায় থাকে।
৮. সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান
সন্ধ্যা বেলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের স্মরণ করুন। এটি শুধু আধ্যাত্মিক পরিবেশই তৈরি করে না, বরং জীবনের অন্ধকার দূর করতেও সহায়ক হয়।
আরও পড়ুন: Gambhira Bridge Collapses: গুজরাতে ফের সেতু দুর্ঘটনা, গম্ভীরা সেতু ভেঙে মহীসাগরে গাড়ি, মৃত অন্তত ৮!
এই গুরু পূর্ণিমা, অন্তরের গভীরতা থেকে গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করুন এই অনুশাসনগুলি। এতে আপনার জীবনেও ঘটতে পারে শুভ সূচনা।