ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাথার ত্বক তৈলাক্ত (Oily Hair Tips) হলেও, তা থেকে আরও হাজার সমস্যা হাজির হয়। চুলের তেলতেলে ভাব দূর করতে অনেকেই নিয়মিত শ্যাম্পু করেন। কিন্তু তাতে সমস্যা উল্টে আরও বেড়ে যায়। কারণ শ্যাম্পুতে রাসায়নিক উপাদানের পরিমাণ বেশি। রোজ শ্যাম্পু করলে মাথার ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। তাই চুলের তৈলাক্ত ভাব দূর করতে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়। জেনে নিন চুলের তৈলাক্ত ভাব দূর করতে কী কী উপাদান ব্যবহার করবেন।
লেবু (Oily Hair Tips)
তৈলাক্ত চুলের (Oily Hair Tips) জন্য লেবু বেশ ভালো উপাদান। লেবুর রসের সঙ্গে খানিকটা জল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩দিন ব্যবহার করলে উপকার পাবেন।

আমলকি (Oily Hair Tips)
চুলের জন্য আমলকি বেশ কার্যকরী। কিন্তু কী ভাবে মাখবেন? আমলকি পাউডারের সঙ্গে মিশিয়ে নিন কিছুটা টক দই। এ বার এই মিশ্রণটি ভালো ভাবে মাথার ত্বকে লাগিয়ে মিনিট ১৫ অপেক্ষা করুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: AC Bill : দিনভর এসি চালিয়েও বিল থাকবে হাতের নাগালে, মেনে চলুন এই টিপস
অ্যাপেল সাইডার ভিনিগার
অ্যাপল সাইডার ভিনিগারও ব্যবহার করতে পারেন চুলে। তবে সরাসরি নয়। অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে তবে ব্যবহার করুন। জলের পরিবর্তে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন।
