ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর একটি বিদ্যালয়ের তিন জন শিক্ষকের (Harassment In School) বিরুদ্ধে ছাত্রীদেরকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ওই শিক্ষকরা নানা অছিলায় ছাত্রীদের রাতে অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন, কোনো কোনো ছাত্রীর সাথে বিয়ে হবে বলেও জল্পনা ছড়িয়েছে। এমনকি পড়ানোর নামে ছাত্রীদের গোপনাঙ্গে হাত দেওয়ারও অভিযোগও সামনে এসেছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বিদ্যালয়সহ এলাকায়।
রাতেও ছাত্রীদের ফোনে অশ্লীল মেসেজ (Harassment In School)
ক্লাস চলাকালীন ছাত্রীদের খারাপ ভাবে স্পর্শ, অশ্লীল অঙ্গভঙ্গি ছাড়াও রাতেও ছাত্রীদের ফোনে অশ্লীল মেসেজ পাঠানো শুরু করেছিল শিক্ষক (Harassment In School)। এমনই তিন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার পড়ুয়া এবং অভিভাবকদের বিক্ষোভ দেখা যায় পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়। এই ঘটনায় চাপে পড়ে পদত্যাগ করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নিরঞ্জন মণ্ডল।
ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা (Harassment In School)
অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে গত বুধবারই প্রধানশিক্ষকের কাছে অভিযোগ জানিয়েছিলেন কয়েক জন ছাত্রী (Harassment In School)। তার পরেও স্কুল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না করায় বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। এক ছাত্রীর কথায়, ‘‘অঙ্কের শিক্ষক গত বুধবার আমার ফোনে উল্টোপাল্টা মেসেজ পাঠিয়েছিলেন। আমাকে ছবি পাঠাতে বলেছিলেন। ভূগোলের শিক্ষক ক্লাসে ‘ব্যাড টাচ’ করেন। ম্যাপ পয়েন্টিং শেখানোর অছিলায় আমাদের হাত চেপে ধরেন।’’
আরও পড়ুন: Assembly Session: বাজেট আলোচনায় বিজেপির না থাকা, ‘পপুলার পলিটিক্স’ বলে কটাক্ষ শাসকের
দু’জন অভিযোগ স্বীকারও করেছেন
বৃহস্পতিবার বিক্ষোভের সময় স্কুলে ছিলেন ওই দুই অভিযুক্ত শিক্ষক। স্কুলের অন্য শিক্ষকদের ফোন থেকে তাঁদের ফোন করা হয়েছিল। অভিভাবকদের দাবি, চাপের পড়ে ওই দু’জন অভিযোগ স্বীকারও করেছেন। আর এক অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, ‘‘আমি এ রকম কোনও ঘটনার সঙ্গে জড়িত নই।’’ বিক্ষোভের জেরে বৃহস্পতিবার দুপুরেই জরুরি বৈঠকে বসেছিল স্কুল পরিচালন সমিতি। সেই বৈঠকের পরেও সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পদত্যাগের কথা ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক।
অভিযোগটি পূর্বস্থলী থানায় ফরোয়ার্ড
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন, “স্কুলের ছাত্র-ছাত্রীদের তরফে একটি অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগটি পূর্বস্থলী থানায় ফরোয়ার্ড করা হয়েছে। তারাই যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার তা নেবেন।” স্কুলের পরিচালন সমিতির সভাপতি অলোক নাথ বলেন, ‘‘টিআইসি পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করে আমার হাতে স্কুলের চাবি তুলে দিয়েছেন। তার পরেই বিক্ষোভ ওঠে। প্রশাসনকে ঘটনার কথা জানানো হয়েছে। ওরা যা সিদ্ধান্ত নেবে, তা মেনে নেওয়া হবে।” কালনা মহকুমা সহকারী বিদ্যালয় পরিদর্শক কৌশিক ঘোষ বলেন, ‘‘ছাত্রীদের আনা অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্টও চাওয়া হয়েছে।”