ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চার্জ গঠনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে জেলে থাকা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (HC On Sandip Ghosh)। যদিও তাঁর আবেদন খারিজ করে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলায় পদ্ধতিগতভাবে দেরি (সিস্টেমেটিক ডিলে) করা হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় জেলবন্দী রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (HC On Sandip Ghosh)। দীর্ঘ টালবাহানার পর তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি (এনওসি) স্বাস্থ্য ভবন থেকে মেলার কথা আদালতে সিবিআই জানানোর পরই গত মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:https://tribetv.in/local-train-cancel-due-to-interlocking-at-sealdah-south/
আরও পড়ুন:https://tribetv.in/bengal-bjp-not-fulfil-membership-target/
আদালতের বেঁধে দেওয়া এই সময়সীমা বাড়ানো ও দ্রুত শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ (HC On Sandip Ghosh)। শুক্রবার আদালতে তাঁর আইনজীবী দাবি করেন, তিনদিনের মধ্যে সিবিআই চার্জ গঠন করতে চাইছে। সিবিআই এতদিন তাদের কোনও নথি দেয়নি। বিশেষ আদালতের নির্দেশের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা দিচ্ছে। প্রায় ১০ হাজার পাতার নথি তিন দিনের মধ্যে পড়া সম্ভব নয়।
কী বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ? (HC On Sandip Ghosh)
সন্দীপ ঘোষের (HC On Sandip Ghosh) আইনজীবীর এই বক্তব্য শোনার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাদের চার্জ গঠনের সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ করে দেন। বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, ‘লক্ষ্য করেছি আরজি কর দুর্নীতির মামলায় বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে। কে করছে, কেন করছে আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে।’ তারপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘অনেক দেরিতে অনুমতি দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে কীভাবে এত পাতা পড়া সম্ভব সেটা আপনারা দেখুন। আমি কিছু শুনব না। নভেম্বরে অনুমতি মিললে এই সমস্যায় আপনাদের পড়তে হত না।’