ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও সক্রিয় বর্ষা দক্ষিণবঙ্গে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলায়। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি হয়েছে। তবে বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
কলকাতায় এই সপ্তাহে ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস না থাকলেও বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। নিচু এলাকায় জল জমে যান চলাচলে সমস্যা তৈরি করতে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন।
আরও পড়ুন:Railway Protection Force: চেন টেনে রেলসেতুর উপর নামার চেষ্টা, আতঙ্কে কাঁপল রেল কর্তৃপক্ষ!
মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এইসব এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy Rain), ধসের আশঙ্কা
উত্তরবঙ্গে সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে ভারী বর্ষণ, যা চলতে পারে আগামী সোমবার পর্যন্ত।
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির (Heavy Rain) আশঙ্কা থাকায় পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: Cholera in Kolkata: কলেরার থাবা কলকাতায়, চার বছরের শিশু ভর্তি হাসপাতালে!
উত্তরের নদীগুলিতে জলস্তর বাড়তে পারে এই টানা বৃষ্টির ফলে। নিচু এলাকা ও নদী সংলগ্ন অঞ্চলগুলিতে জল জমার সম্ভাবনা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। এছাড়াও দুই দিনাজপুর ও মালদহ জেলাতেও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।