ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দর্শক বহু আগ্রহে অপেক্ষা করছিল ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) এর নতুন সিক্যুয়েল দেখার জন্য। একই পর্দায় অক্ষয় কুমার (Akshay Kumar) এবং পরেশ রাওয়াল (Paresh Rawal) আসবে মানে, জোর ধামাকাদার কিছু হতে চলেছে, তা বলাই বাহুল্য। যদিও মাঝে মন ভাঙ্গে অনুরাগীদের । বিশেষ কারণ দেখিয়ে মাঝপথে কাজ ছাড়েন পরেশ রাওয়াল। এবার শোনা যাচ্ছে অন্য কথা! পরেশ রাওয়ালের বিরুদ্ধে নাকি বড় সিদ্ধান্ত নিতে চলেছে অক্ষয় কুমার, তাও আবার আইনি ভাবে। কী হতে চলেছে আগামীতে?
অনুরাগীরা আশাবাদী (Hera Pheri 3)
‘হেরা ফেরি ৩’ ছবিটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন (Hera Pheri 3)। তবে অক্ষয় কুমার প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার কাছ থেকে স্বত্বাধিকার কিনে নিয়েছেন। অর্থাৎ অক্ষয়ের প্রযোজনায় ছবিটি তৈরি হচ্ছিল। অনুরাগীরাও ভীষণ আশাবাদী ছিল। এর আগেও অক্ষয় ও পরেশ রাওয়াল দু’জনের অভিনয় দর্শকদের মনে বিরাট অংশ দখল করে নিয়েছে। তাই আবারও ‘হেরা ফেরি ৩’ সিনেমার কথা প্রকাশ্যে আশায়, স্বভাবতই দর্শক ছবিটির জন্য মুখিয়ে ছিল। মাঝে বাধ সাধে পরেশের কাজ থেকে সরে দাঁড়ানো।
২৫ কোটির ক্ষতিপূরণ মামলা (Hera Pheri 3)
‘কেপ অব গুড ফিল্মস ‘থেকে পরেশ রাওয়ালকে আইনি নোটিশ দেওয়া হয় (Hera Pheri 3)। পেশাগতভাবে দায়িত্বহীন আচরণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সিনেমার শুটিং শুরু হয় এপ্রিল মাসে। ইতিমধ্যে অক্ষয় (Akshay Kumar), সুনিল শেট্টি (Suniel Shetty) ও পরেশ রাওয়াল (Paresh Rawal) শুটিং শুরুও করে দেন। কিন্তু হঠাৎ অভিনেতা পরেশ রাওয়াল জানিয়ে দেন, তিনি সিনেমায় কাজ করবেন না। কোনও নির্দিষ্ট কারণও জানাননি তিনি। অন্যদিকে প্রযোজক সংস্থা অনেক টাকা খরচা করে ফেলেছেন শুটিংয়ের জন্য। সেখানে এমন আচরণ মেনে নিতে পারেননি অক্ষয় কুমার। তাই ৩৫ বছরের কেরিয়ারে তিনি প্রথমবার কোনও সহকর্মী অভিনেতার বিরুদ্ধে মামলা করেন। প্রায় ২৫ কোটি ক্ষতিপূরণ মামলা।
আরও পড়ুন: Rupsa Chatterjee: একরত্তিকে নিয়ে কাজে ফিরলেন রূপসা, সিরিয়াল নাকি সিনেমা? কোথায় দেখা যাবে?
নির্মাতার সঙ্গে সৃজনশীল মতবিরোধ নেই
একটি পোস্টে অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal) লেখেন, “আমি স্বীকার করছি ‘হেরা ফেরি ৩’ সিনেমা থেকে সরে এসেছি। তবে সৃজনশীল মতপার্থক্যের কারণে এই সিদ্ধান্ত নিইনি। আমি আবারও বলছি, চলচ্চিত্র নির্মাতার সঙ্গে সৃজনশীল কোনও মতবিরোধ নেই। চলচ্চিত্র পরিচালক প্রিয়দর্শনের প্রতি আমার অগাধ ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্বাস রয়েছে।”
আরও পড়ুন: Nusraat Faria: কারাগারে গোটা রাত, জামিন পেলেন নুসরাত! কী বললেন অভিনেত্রীর আইনজীবী?
এমন আচরণ নতুন নয়!
অভিনেতা পরেশ রাওয়াল এমন আচরণ আগেও করেছেন বলে জানা গিয়েছে। ২০২৩ এ ‘ ওহ মাই গড ২’ সিনেমাতেও কাজ করতে গিয়ে সরে এসেছেন। তখন চিত্রনাট্য পছন্দ নয় বলে, এমনটা করেছিলেন বলে যানা গেছে। আবার ২০০৯ সালে ‘বিল্লু বারবার’ থেকেও সরে এসে ছিলেন বলে অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কেন এমন আচরণ করলেন বাবুভাইয়া ওরফে পরেশ রাওয়াল? এও জানা গিয়েছে, এই ছবির জন্য পরেশ প্রায় তিন গুন পারিশ্রমিক পাচ্ছিলেন। দর্শক অপেক্ষায় ছিল বাবু ভাইয়া ও রাজুকে একই ফ্রেমে দেখবে বলে। ‘হেরা ফেরি ৩’ এমন খবরে ভক্তরা হতাশ। অনেকেই পরেশ রাওয়ালের এমন আচরণকে ভালোভাবে নিচ্ছেন না।