ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জ্যোতিশাস্ত্র অনুযায়ী সপ্তাহের প্রতিটা দিনেরই (Hindu Puja Ritual) একটা বিশেষ মহিমা আছে। রবিবার থেকে শনিবার, সপ্তাহের সাতটি দিন নিতান্তই শুধু দিন গণনার সূচক নয়, এর সঙ্গে রয়েছে গ্রহ এবং দেবতাদের যোগ। তাই হিন্দুধর্ম অনুযায়ী এক এক বারে পুজো করা হয় এক এক দেব-দেবীর। মানা হয় নানান নিয়ম-আচার। আজকের প্রতিবেদনে জানুন, কোন দিন কোন দেব-দেবীকে পুজো করলে তাঁদের কৃপাধন্য হওয়া যায়।
রবিবার (Hindu Puja Ritual)
সপ্তাহের প্রথম দিন হল রবিবার। এই নামের অর্থ বিশ্লেষণ করলে দেখা যাবে রবি অর্থাৎ সূর্যের নামের সঙ্গে তাৎপর্য রেখে এই নামকরণ করা হয়েছে। সূর্য থেকেই সৃষ্টি হয়েছে সব গ্রহের। সৃষ্টির আদি এবং অন্ত হল সূর্য। তাই মনে করা হয় সপ্তাহের প্রথম দিন সূর্য অর্থাৎ জীবকূলের সমগ্র শক্তির উৎস সূর্যদেবের আরাধনা করলে ভালো কাটে গোটা সপ্তাহ। এছাড়া রবিবার মাতঙ্গী দেবীর পুজো করলেও জীবনে আসে স্থিতীশীলতা।
সোমবার (Hindu Puja Ritual)
কাজের নিরিখে সপ্তাহের প্রথম ও কর্মব্যস্ততা পূর্ণ দিন হল সোমবার। আর সপ্তাহের শুরুতেই যাতে কোনওরকম বাধা ছাড়াই সকল কাজ সম্পূর্ণ করা যায়, তার জন্য দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নেওয়া উচিত। সামান্য দুধ, গঙ্গা জল, বেল পাতা ও সাদা চন্দনেই তুষ্ট হন ভোলেবাবা। এর সঙ্গে মহাদেবকে অর্পণ করতে পারেন তার প্ৰিয় ফুল ধুতুরা। কথিত আছে, মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য ১৬টি সোমবার দেবী পার্বতী নির্জলা উপবাস করেছিলেন। তাই নিজের জীবনসঙ্গীর মঙ্গলকামনা করতেও পুজো দিতে পারেন মহাদেবকে।
মঙ্গলবার (Hindu Puja Ritual)
এইদিন সকলের জীবনের অমঙ্গল দূর করেন হনুমানজি। কমলা সিঁদুর আর চামেলীর তেল সহযোগে যদি প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করা যায়, তাতে জীবনের সকল বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং তিনিই। এছাড়াও এদিন মা মঙ্গলচন্ডীর ব্রত করলে জীবনসঙ্গীর মঙ্গল হয়।
আরও পড়ুন: Saraswati Puja 2025: ২ নাকি ৩ ফেব্রুয়ারি? ২০২৫ এ সরস্বতী পুজোর দিন কোনটি?
বুধবার
বুধবার যাদের জন্মবার, তারা অবশ্যই নিজেদের ঘরে গণেশ দেবতার পুজো করুন ও শুধু পুজো নয় তাকে প্রতিষ্ঠিতও করুন। এছাড়াও এদিন নিয়ম মেনে মা ত্রিপুরাসুন্দরীর পুজো করলে মনের সকল ইচ্ছে পূরণ হয়। পরিবারে শান্তি বিরাজ করে।
বৃহস্পতিবার
কমবেশি বাঙালি হিন্দু মহিলারা সকলেই এদিন গৃহে মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন। পরিবারে লক্ষ্মীর কৃপা থাকলে সেখানে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। চাল কখনও বাড়ন্ত হয়না। অর্থের পাশাপাশি জীবনে আসে সমৃদ্ধি। সুখী থাকে পরিবার।
আরও পড়ুন: Washing Machine: জামাকাপড় ছাড়াও অনেক কিছুই কাচতে পারেন ওয়াশিং মেশিনে
শুক্রবার
এদিন মা সন্তোষীর পুজো করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। সন্তানদের সুখ প্রদান করেন মা। গুড় ও ছোলা সহযোগে মায়ের আরাধনা করলে মা সন্তুষ্ট হন। তবে মা সন্তোষীর ব্রত করা খুব কঠিন। নিয়ম নিষ্ঠাভরে পুজো না করলে সহজে মায়ের কৃপাধন্য হওয়া যায়না।
শনিবার
এদিন গ্রহরাজ শনিদেবের পুজো করলে জীবনে আসে নিয়ম-শৃঙ্খলা। পাওয়া যায় কর্মফল। শনিদেব হলেন কর্মের দেবতা। যে যেমন কাজ করবে তাকে সেই ফলই ফিরিয়ে দেন শনি মহারাজ। এদিন সিন্নি প্রসাদ ও নীল মোমবাতি সহকারে শনিদেবের পুজো করলে তার আশীর্বাদ পাওয়া যায়। হিন্দু শাস্ত্রমতে অনেকেই এদিন সারাদিন নিরামিষ খাবার খেয়ে থাকেন।