ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিজের জন্মদিনে দর্শনাকে পাশে নিয়ে কেক কাটলেন সৌরভ (Sourav Das Birthday)। তবে আশ্চর্যের বিষয় হল, টেবিলে একটা কেক ছিল না। দুটো কেক ছিল। ওই দুটো কেকের মধ্যে একটা কেক কিন্তু সৌরভের জন্মদিন উপলক্ষে রাখা ছিল না। ওই কেক রাখা ছিল প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) জন্য। স্ত্রী দর্শনাকে (Darshana Banik) পাশে নিয়ে জন্মদিনে সৌরভ দাস (Sourav Das) সুশান্তের জন্য কেক কাটলেন। কিন্তু কেন? সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো দেখে আবেগে আপ্লুত বহু অনুরাগী।
তখন মধ্যরাত। টলিউড অভিনেতা সৌরভ একসঙ্গে দুটো কেক কাটলেন (Sourav Das Birthday)। নিজেই বললেন, “একটা সুশান্তের জন্য একটা ফুঁ। আমার হয়ে একটা ফুঁ। এই ভাবেই নেভালেন দুটো কেকের মোমবাতি। অপরদিকে দর্শনা বললেন, “এটা সৌরভের ইচ্ছা ছিল, সুশান্ত উই লাভ ইউ”।
একই দিনে দু’জনের জন্ম (Sourav Das Birthday)
উইকিপিডিয়া বলছে, মঙ্গলবার সৌরভ পা দিলেন ৩৬ বছরে (Sourav Das Birthday)। তাই মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছিল জন্মদিনের উদযাপন। এবারে সৌরভের জন্মদিনটা যেন একটু স্পেশাল। যা দেখে সুশান্তের অনুরাগীরা ভীষণ খুশি। ২১ জানুয়ারি শুধুমাত্র সৌরভের জন্মদিন নয়। এদিন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতেরও জন্মবার্ষিকী। বছর আলাদা হলেও এক বছরের একই দিনে জন্মেছেন দু’জনে।
সৌরভের ইচ্ছা পূরণ (Sourav Das Birthday)
সৌরভের বহু দিনের ইচ্ছা ছিল, নিজের জন্মদিনে কেক কাটার পাশাপাশি সুশান্তের জন্য তিনি একটি কেক কাটবেন (Sourav Das Birthday)। সেই ইচ্ছা পূরণ করলেন। সুশান্তের উদ্দেশ্যে একটি কেক উৎসর্গ করেছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, জন্মদিন উদযাপনের এক টুকরো ভিডিয়ো। সেখানে দেখা যায়, একেবারে ঘরোয়া আবহে সাদামাটা পোশাকে রয়েছেন সৌরভ এবং দর্শনা। সৌরভের পরনে ঢিলেঢালা শর্ট, হাফ প্যান্ট, সঙ্গে মাথায় টুপি। অপরদিকে দর্শনার পরনে রাত পোশাক, সঙ্গে সোয়েটার।
আরও পড়ুন: Gaurav-Chintamani Marriage: রূপকথার বিয়ে সারলেন গৌরব-চিন্তামনি, কৃষ্ণপ্রেমে এক হল দুটো মন
কেক কেটে কী করলেন সৌরভ?
ভিডিওর প্রথমেই দেখা যায়, ক্যামেরার পিছন থেকে দর্শনা বলছেন ‘হ্যাপি বার্থডে’। অপরদিকে সৌরভ মোমবাতিতে ফুঁ দিচ্ছেন। তারপর সুশান্তের জন্য আনা কেকে লাগানো মোমবাতিতেও তিনি ফুঁ দিলেন। সৌরভ সুশান্তের উদ্দেশ্যে, নিজের মাথার উপর এক টুকরো কেক কয়েক বার ঘুরিয়ে নিলেন। তারপর সেই কেকের টুকরো নিজে খেলেন। দর্শনাকেও খাইয়ে দিলেন।
কী বলছেন অনুরাগীরা?
ভিডিওটি দেখে, বহু অনুরাগী সৌরভকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আবার কেউ বা বলেছেন, খুব ভালো উদ্যোগ। এক অনুরাগী লিখেছেন, “হ্যাপি বার্থডে টু দা লাভলি ম্যান”। তবে বার্থ ডে সেলিব্রেশনের সময় এক ফ্রেমে দেখা গিয়েছে শুধুমাত্র সৌরভ আর দর্শনাকে। ওইসময় কোনও কাছের বন্ধু কিংবা পরিবারের সদস্যরা ছিলেন কিনা জানা যায়নি। তবে সৌরভের জন্মদিন বলে কথা, সেলিব্রেশন তো অবশ্যই হবে। ২০২৫ এর জন্মদিনটা একটু ব্যতিক্রম ভাবে সেলিব্রেশন করলেন সৌরভ।