Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চিনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল (Hockey Asia Cup 2025)। হকি এশিয়া কাপে জয় দিয়ে শুরু হয়েছে ভারতের অভিযান।
জয়ের প্রস্তুতি (Hockey Asia Cup 2025)
ক্রিকেটের এশিয়া কাপ শুরু হওয়ার আগে হকি এশিয়া কাপ শুরু হয়ে গেছে। ভারত প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চিনের। ভারতের মাটিতেই বসেছে হকিতে মহাদেশের সেরা হওয়ার লড়াই। প্রথম ম্যাচে চিনকে ৪-৩ গোলে হারিয়েছে। ভারতের হয়ে হরমনপ্রীত সিং ৩টি গোল করেছেন। বিহারের রাজগিরে অনুষ্ঠিত ভারত চিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারত তার আক্রমণের সাহায্যে জয় নিজেদের নাম করতে সক্ষম হয় হরমনপ্রীতরা।
আরও পড়ুন : Sreemoyee Chattoraj: মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত শ্রীময়ী, ভয়ে সতর্কবার্তা অভিনেত্রীর!
আগামীকাল ৩১ তারিখ ভারত মুখোমুখি হতে চলেছে জাপানের। সেই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত। সেই মতো প্রস্তুতিও চলছে। সেই জয়ের দিকেই তাকিয়ে সমর্থকরা (Hockey Asia Cup 2025)।

প্রসঙ্গত ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চলছে বিতর্ক। অনেকের মতেই পাকিস্তানের সাথে মাঠে নাম উচিত নয় ভারতের। তবে এখনও পর্যন্ত সেই ম্যাচ হবে বলেই খবর। কিন্তু হকির ক্ষেত্রে পাকিস্তান ভারতে খেলতে আসতে অস্বীকার করেছে। সেই জায়গায় বাংলাদেশ অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে (Hockey Asia Cup 2025)।