ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৪ মার্চ শুক্রবার পালিত হবে দোল বা হোলি (Holi 2025 Vastu Tips)। দোল খেলার সঙ্গে এ দিন অনেক বাড়িতে পুজোর আয়োজন করা হয়, তার সঙ্গে থাকে নানারকম মিষ্টি ও ঠান্ডাই খাওয়ার পালা। বাস্তুশাস্ত্র বলছে দোলের আগে বাড়িতে কয়েকটি জিনিস নিয়ে আসা অত্যন্ত জরুরি। দোলের আগেই এই জিনিসগুলো কিনে বাড়িতে নিয়ে আসুন। তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনার উপর। জেনে নিন দোলের দিন কী কী জিনিস কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকবে আপনার উপর।
কচ্ছপ (Holi 2025 Vastu Tips)
বাস্তু (Holi 2025 Vastu Tips) অনুসারে ধাতুর তৈরি কচ্ছপ বিশেষ শুভ। কচ্ছপ হল শুভ শক্তির প্রতীক এবং বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ রাখা ভালো। হোলির দিন একটি ছোট কচ্ছপ কিনে উত্তর দিকে রাখুন। এর ফলে সংসারে পজ়িটিভ এনার্জি বজায় থাকবে।
বাম্বু প্ল্যান্ট (Holi 2025 Vastu Tips)
বাস্তু অনুসারে লাকি বাম্বু গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ (Holi 2025 Vastu Tips)। এই গাছ সৌভাগ্য ও শুভ শক্তির প্রতীক। দোলের দিন একটি লাকি বাম্বু গাছ কিনে বাড়িতে রাখুন। এই গাছের গায়ে লাল বা হলুদ মূলি সুতো বেঁধে দিন। এর ফলে এই গাছ সব সময় সবুজ থাকবে এবং আপনার জীবনেও এর শুভ প্রভাব বজায় থাকবে।
আরও পড়ুন: Holi 2025: দোলের দিন চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এড়াতে করুন এই কাজ গুলো
জাফরান
জাফরান বা কেশর মা লক্ষ্মীর প্রিয় বলে মনে করা হয়। দোলের দিন কিছুটা জাফরান কিনে বাড়িতে নিয়ে আসুন। মা লক্ষ্মীর পুজোয় জাফরান নিবেদন করুন। এই জাফরান দিয়ে ক্ষীর তৈরি করে তা মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। পুজোর পর বাড়ির সবার মধ্যে এই প্রসাদ বিতরণ করুন। এর ফলে সংসারে সম্পদ ও সমৃদ্ধি বাড়বে।
তোরণ
ফুল, পাতার তৈরি তোরণ বাড়ির মূল দরজায় আমরা অনেকেই টাঙিয়ে থাকি। বাস্তু অনুসারে বাড়িতে তোরণ টাঙানো অত্যন্ত শুভ। হোলির দিন নতুন তোরণ কিনে বাড়ির মূল দরজায় লাগান। এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে।
রুপোর কয়েন
বাস্তুশাস্ত্র অনুসারে রুপো হল সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। রুপোর মুদ্রায় মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। দোলের দিন মা লক্ষ্মী বা লক্ষ্মী গণেশের ছবি সমৃদ্ধ একটি রুপোর কয়েন কিনে আনুন। এরপর ঠাকুরের আসনে লক্ষ্মী মূর্তির পায়ের কাছে কয়েনটি রেখে দিন। পুজোর পর ওই কয়েনটি নিজের পার্সে রেখে দিন। এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে আপনার পার্সে কখনও অর্থের অভাব হবে না।