Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অনেক জায়গাই নির্ভর করে কোন সময়ে যাওয়া হচ্ছে তার উপর। তবে পুজোর ছুটিতে এই তিনটি জায়গায় কিন্তু যেতেই পারেন (Tour)।
Tour
পুজোর ছুটি মানেই হুল্লোড়, খাওয়া-দাওয়া, আড্ডা অথবা রাত জেগে ঠাকুর দেখা। তবে আবার কেউ কেউ আছেন যাঁরা এই সময়টা যেতে চান বাইরে, ভিড় থেকে একটু দূরে। পাহাড় হোক বা সমুদ্র ঘুরতে যেতে কার না মন চায়। পুজোয় যাওয়ার মতো এই তিনটে জায়গার কথা কিন্তু ভেবে দেখতে পারেন।
হাম্পি
ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত হাম্পি একসময় ছিল বিজয়নগরের রাজধানী। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে হাম্পি অন্যতম। ইতিহাসের নিদর্শন হিসেবে হাম্পি একটি জনপ্রিয় টুরিস্ট স্পট।

তুঙ্গভদ্রা নদী, হাজার রাম মন্দির, উগ্র নরসিংহ মূর্তি, ইসলামিক কোয়ার্টার, বিরূপাক্ষ মন্দির-সহ একাধিক দেখার মতো দুর্গ ও মহল রয়েছে এখানে দেখার মতো। অক্টোবর মাসে এখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত দশেরা উৎসব (Tour)।
আরও পড়ুন: War 2: পাগলাটে ছবি ‘ওয়ার ২’, প্রকাশ্যে হৃতিক-এনটিআরের কেমিস্ট্রি
হৃষিকেশ
উত্তরাখণ্ডে অবস্থিত হৃষিকেশ হলো চারধামের একধাম। এই পাহাড়ি জায়গায় বহু পর্যটক যেমন আসে পুণ্য অর্জনের জন্য তেমনই এখানে আসেন বহু অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষ। ত্রিবেণী ঘাট, রাম ঝুল, নীরগড় ঝর্না ইত্যাদি জায়গা ছাড়াও আছে নীলকান্ত মহাদেব মন্দির ও আরও কিছু জনপ্রিয় স্থান। প্রাচীন মন্দির, আশ্রমে ঘেরা হৃষিকেশ যেমন আপনার মনকে ভাল রাখবে ঠিক এনে দেবে এক অনন্য অনুভূতি (Tour)।

মুন্নার
এক ভাবে শহরের চারপাশ দেখতে দেখতে ক্লান্ত? মন চাইছে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে ঘুরে আসতে? তবে এই পুজোয় আপনার ডেস্টিনেশন লিস্টে মুন্নার কিন্তু মাস্ট। সবুজে ঘেরা পাহাড় আর ঝর্ণা দেখার আদর্শ স্থান মুন্নার।

এখানে গেলে দেখতে পাবেন কেরালার সেরা এই শৈলশহর। যেখানে রয়েছে পোথামেদু ভিউ পয়েন্ট, মাত্তুপেট্টি, ইকো পয়েন্ট, আনামুদি পার্ক, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, আত্তুকাদ ঝর্নার মতো দর্শনীয় স্থান (Tour)।
তাহলে এবার প্ল্যান করে ফেলুন আপনি কোন ডেস্টিনেশন বেছে নেবেন। আপনার পছন্দের জায়গা ঘুরে দেখে আসতেই পারেন এইবারের পুজোর ছুটিতে (Tour)।