রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) নামটা আর কারও অজানা নয়। পড়াশোনা করেছিলেন সাংবাদিকতা নিয়ে। কিন্তু অভিনয়ে এলেন কেন? সিনেমা জগতে যাঁর সাফল্য ও খ্যাতি চোখে পড়ার মতো। সম্প্রতি ‘পুষ্পা ২’ ছবি, সিনেমা জগতে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছ। যেখানে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। সেই অর্থে অভিনেত্রীকে কে না চেনে! কিন্তু আসলে অভিনেত্রী কেমন, কিভাবে এলেন এই জগতে , পড়াশোনাই বা কতদূর করেছেন ? সব মিলিয়ে বলা যায় আপনাদের প্রিয় অভিনেত্রী সম্পর্কে জানেন কতদূর ? চলুন সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক।
অভিনয়ের প্রতি ভালোবাসা
রশ্মিকা মান্দানা একজন ভারতীয় অভিনেত্রী । ১৯৯৬ সালে ৫ই এপ্রিল কর্নাটকের কোডাগু জেলার ভিরাজপেটে হিন্দু পরিবারে জন্ম নেন তিনি। তিনি ইংরেজি ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন । কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা তাঁকে টেনে আনে বড় পর্দায় । ২০১২ সালে মডেলিংয়ে কেরিয়ার শুরু করেন। ২০১৬ তে কন্নড় ফিল্ম ‘কিরিক পার্টি’ তে অভিনয় করেন । এই প্রথম তাঁর অভিনীত ছবি হিট হয়। তারপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর এক হিট তাঁর অভিনীত ছবি। গোটা ভারত জানতে থাকে অভিনেত্রীর নাম।
এখন অভিনেত্রী ন্যাশনাল ক্রাশ
সাইমা পুরস্কার সহ ফিল্মফেয়ার পুরস্কার ও বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন এই অভিনেত্রী। তিনি কন্নড়,হিন্দি ,তামিল ,তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যান্ড ও পণ্যের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে থাকেন। ২০২১ সালে ‘পুষ্প দ্য রাইজ’ ছিল মেগা ব্লকবাস্টার। সামি সামি গানটি ভাইরাল হওয়ার পর তিনি ন্যাশনাল ক্রাশ হয়ে ওঠেন। সেই অর্থে বলা যায়, অভিনেত্রী রশ্মিকা মন্দানা ভারতীয় ন্যাশনাল ক্রাশ। তবে বিগত কয়েক বছর ধরে বিজয় দেবেরাকোন্ডার সাথে নাম জড়িয়েছে অভিনেত্রীর। বিজয় দেবেরাকোন্ডা হলেন একজন দক্ষিণী অভিনেতা। শোনা যায়, এই জুটি একসঙ্গে মালদ্বীপেও ছুটি কাটাতে গিয়েছিলেন। যদিও তারা তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। এ বিষয়ে এই দুই তারকা একেবারেই মুখে কুলুপ এঁটেছেন।
আরও পড়ুন: Sonakshi Sinha: মেয়েকে রামায়ণের জ্ঞান দেননি! বাবার অপমানে সোনাক্ষীর হুঁশিয়ারি
রশ্মিকার সাফল্যের চাবিকাঠি
সবশেষে বলা যায় , রশ্মিকার ঝুলিতে রয়েছে প্রচুর হিট ছবি । এমনকি তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। আর এর পিছনে বড় কারণ হিসেবে কাজ করছে, তাঁর দুর্দান্ত অভিনয়। অভিনয়ে মন জয় করে নিয়েছেন সকলের । এখন ‘সিকন্দর’ ছবিতে অভিনয় করছেন তিনি। জানা গিয়েছে, এই ছবির অভিনয়ের দৌলতে সলমন খানের প্রশংসাও কুড়িয়েছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। ছবিটিতে মুখ্য চরিত্রে রয়েছেন সলমন।