ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীর(Jammu Kashmir)কেবল পর্যটকদের ড্রিম ডেস্টিনেশনই নয়, বলিউড এবং ওটিটি প্রযোজকদের কাছেও একটি প্রিয় শুটিং গন্তব্যও।সেই কাশ্মীর ‘নরকে’ পরিণত হয়েছে। পহেলগাঁওয়ের রিসর্টে ২৮ পর্যটককে গুলিতে ঝাঁজরা করে দিয়েছে জেহাদিরা। পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরই আক্রমণ নয়, বরং কাশ্মীরের সাংস্কৃতিক ঐতিহ্য এবং লক্ষ লক্ষ কাশ্মীরীর জীবিকার উপর সরাসরি আক্রমণ।
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা!(Jammu Kashmir)
কাশ্মীরে(Jammu Kashmir) জঙ্গি হামলা এর আগেও হয়েছে। গত বছরই অমরনাথ যাত্রীদের বাসে হামলা হয়েছিল। তবে মঙ্গলবার পহেলগাঁওয়ে যেমন হল, পর্যটকদের উপর সেই ধরনের হামলা সচরাচর হয় না কাশ্মীরে। একেবারে বিরল না হলেও ওই ধরনের ঘটনা ঘটেছিল বহু বছর আগে। আর ঠিক সেই কারণেই আতঙ্কের পাল্লা কিছুটা ভারী। প্রতি বছর কোটি কোটি পর্যটক জম্মু-কাশ্মীরে ঘুরতে আসেন। জম্মু-কাশ্মীরের অর্থনীতি পর্যটক নির্ভর। সম্প্রতি জঙ্গি হামলার ঘটনায় ক্ষতির মুখে কয়েক হাজার কোটির ব্যবসা! প্রতি বছর কতজন পর্যটক আসেন শ্রীনগরে এবং সেখানকার অর্থনীতিতেই বা কতটা অবদান?
পর্যটন শিল্পে আয়ের পরিমাণ কয়েক হাজার কোটি (Jammu Kashmir)
ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরের(Jammu Kashmir)পর্যটন শিল্প থেকে আয়ের পরিমাণ প্রায় ১২,০০০ কোটি টাকা। জম্মু-কাশ্মীরের জিডিপির ৭-৮ শতাংশই আসে পর্যটন থেকে। ২০৩০ সালের মধ্যে এই আয় ২৫ হাজার থেকে ৩০ হাজার কোটি টাকায় পৌঁছাবে বলেই আশা করা হয়েছিল। তবে এই জঙ্গি হামলা সেই উন্নয়ন যাত্রায় বাধা সৃষ্টি করেছে।
আরও পড়ুন: Pahalgam Terror Attack : পহেলগাঁও হত্যাকাণ্ডে প্রতিবাদের ঝড় ভূস্বর্গে, দিনভর থমথমে উপত্যকা
জঙ্গি হামলার জেরে বাতিল হচ্ছে সমস্ত বুকিং
কাশ্মীরে পর্যটন সম্পর্কিত নানা পেশা রয়েছে, যেমন হোটেল, হাউস বোট, ট্যাক্সি পরিষেবা, গাইড, হস্তশিল্প। প্রায় আড়াই লক্ষ মানুষের জীবিকার উৎস পর্যটন। ডাল লেকে প্রায় ১,৫০০-এরও বেশি হাউসবোট চলে, ৩,০০০-এরও বেশি হোটেল রয়েছে। জঙ্গি হামলার জেরে এখন সব খালি হয়ে যাচ্ছে। বাতিল হচ্ছে সমস্ত বুকিং।
আরও পড়ুন: Kharge on Pahalgam attack : ‘ভারত রাষ্ট্রের উপর আঘাত’, সর্বদল বৈঠকের দাবি কংগ্রেসের!
ভয় এবং অনিশ্চয়তার ছায়া ভূস্বর্গের পর্যটন কেন্দ্রগুলিতে
গুলমার্গ, সোনামার্গ, পহেলগাঁও এবং ডাল লেকের মতো পর্যটন কেন্দ্রগুলিতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন। ২০২৪ সালে ২.৩৬ কোটি পর্যটক কাশ্মীরে এসেছিলেন, যার মধ্যে ৬৫,০০০-এরও বেশি বিদেশী ছিলেন। শুধুমাত্র গুলমার্গই ১০৩ কোটি টাকা রাজস্ব দিয়েছিল। এখন এই সমস্ত পর্যটনকেন্দ্রগুলি ভয় এবং অনিশ্চয়তার ছায়ায়।