ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বর্ষা মানেই কখনও ঝমঝমিয়ে বৃষ্টি (Rainy Season), তো কখনও গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা। এই আবহাওয়ায় সাজগোজ করা একদিকে যেমন কঠিন, তেমনই স্টাইল বজায় রাখাও হয়ে ওঠে চ্যালেঞ্জ। বৃষ্টিতে ভিজে পোশাক সারা দিন পরে থাকা যেমন অস্বস্তির, তেমনই কাপড় নষ্ট হওয়ার ভয়ও থেকেই যায়। তবে কি ফ্যাশন নিয়ে আপস করতে হবে ? একেবারেই না। বর্ষার জন্য চাই স্মার্ট পোশাক বাছাই, সঠিক রঙের ব্যবহার ও আরামদায়ক কিন্তু ট্রেন্ডি সাজ।
কোন ধরনের কাপড় বেছে নেবেন বর্ষার জন্য? (Rainy Season)
বর্ষার মরসুমে সুতির কাপড়ই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যের (Rainy Season)। বর্ষায় সুতির কুর্তি, সালোয়ার কিংবা মলমলের শাড়ি রাখতে পারেন পছন্দের তালিকায়। বর্ষার সময়ে খাদির কাপড় পরলেও বেশ আরাম হয়। খাদির কুর্তি, টপ, শার্ট পরলে বেশ ভাল মানায়। এ সময়ে খুব বেশি চাপা জামা না পরাই ভাল, কারণ জলে ভিজে কিংবা ঘামে ভিজে সেগুলি শরীরের সঙ্গে আটকে যেতে পারে। কোনও বিশেষ অনুষ্ঠানে যেতে হলে রেয়ন কাপড়ের জামাও রাখতে পারেন পছন্দের তালিকায়। রেয়ন কাপড়ে ড্রেস কিংবা কুর্তি একটা জ্যাকেটের সঙ্গে পরলে মন্দ লাগবে না। বর্ষার অনেকে ডেনিম পরতে চান না। বন্ধুদের সঙ্গে কোথাও বেরোনোর সময় হাঁটু পর্যন্ত ডেনিম ট্রাউজ়ার্স, ডেনিম জ্যাকেট, ডেনিম ড্রেস পরতেই পারেন। আরামে থাকবেন আবার ফ্যাশনও হবে।
কেমন পোশাক পরবেন ? (Rainy Season)
বর্ষার মরসুমের (Rainy Season) জন্য শর্ট ড্রেস বা মিডি স্কার্ট আদর্শ। যেমন পরতে সুবিধাজনক, তেমনই দেখতে ট্রেন্ডিও। ট্রাউজার্স পরার সময় খেয়াল রাখতে হবে কাপড় যেন খুব মোটা না হয়। কারণ মোটা কাপড় ভিজে গেলে তা শুকোতে প্রচুর সময় লাগে, ফলে সারা দিন অস্বস্তিতে কাটাতে হতে পারে।
এড়িয়ে চলুন চামড়া বা ভেলভেটের পোশাক
এ সময় চামড়া বা ভেলভেটের পোশাক না পরাই ভালো। এই ধরনের কাপড় একবার ভিজে গেলে সহজে শুকোয় না এবং দীর্ঘক্ষণ ভেজা অবস্থায় থেকে গন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। উপরন্তু, এই কাপড়ের পোশাকে ছত্রাক বা দাগ পড়ার সম্ভাবনাও থাকে, যা পোশাকের স্থায়িত্ব নষ্ট করে দেয়।
আরও পড়ুন : Cleaning Tips: হাত ফসকে তেল ছড়িয়ে অপরিষ্কার মেঝে? চটচটে ভাব তুলুন এই ৩ সহজ উপায়ে
উজ্জ্বল রঙের পোশাক পড়ুন
বর্ষার সময়ে পোশাক বাছাই করার সময় কেবল কাপড় নয়, রঙের দিকেও বিশেষ নজর দেওয়া জরুরি। বৃষ্টির দিনে সাদা বা খুব হালকা রঙের জামাকাপড় পরলে সহজেই দাগ লেগে যেতে পারে কিংবা ভিজে গেলে স্বচ্ছ হয়ে যেতে পারে, যা অস্বস্তির কারণ হতে পারে। তাই এই সময় সাদা ,ক্রিম বা হালকা রঙের পোশাক এড়িয়ে গিয়ে উজ্জ্বল ও গাঢ় রঙের পোশাক বেছে নেওয়াই ভালো। উজ্জ্বল রং যেমন লাল, নীল, সবুজ বা হলুদ শুধু বৃষ্টিভেজা দিনে চোখে ভালো লাগে না, বরং মেজাজও খানিকটা চাঙ্গা করে দেয়।
আরও পড়ুন : Son-in-law Property Rights: শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে জামাইয়ের কি অধিকার আছে?
কেমন জুতো বাছবেন ?
বর্ষায় সবচেয়ে বড় সমস্যা জুতো ঘিরে। কাদাজল, স্লিপের ভয়, জুতো নষ্ট হওয়ার আশঙ্কা—সব কিছু মিলিয়ে সঠিক জুতো বেছে নেওয়া অত্যন্ত জরুরি।এই সময়ের জন্য আদর্শ জুতো হল এমন কিছু যা সহজে পরিষ্কার করা যায়, ওয়াটারপ্রুফ এবং দ্রুত শুকিয়ে যায়। তাই বর্ষায় আরাম পেতে ক্রক্স, রাবারের স্যান্ডেল, ওয়াটারপ্রুফ স্নিকার্স বা স্লাইডার পরা সবচেয়ে ভালো। এগুলি যেমন হালকা, তেমনই ভেজা রাস্তা বা কাদায় সহজে নষ্ট হয় না।তবে কাদাজলে চলাফেরা করলে পা নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি সংক্রমণের আশঙ্কাও দেখা দেয়। তাই বর্ষার দিনে সম্ভব হলে পা ঢাকা জুতো পরাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।