Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : লিপস্টিক (Lipstick) যে কোনো মেকআপ রুটিনের একটি অপরিহার্য অংশ। তবে অনেকেরই অভিযোগ, তাদের লিপস্টিক (Lipstick) খুব তাড়াতাড়ি মুছে যায় বা ফেইড হয়ে যায়। আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হন, তবে চিন্তা করার কিছু নেই! আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো কিছু সহজ এবং কার্যকরী টিপস যা আপনার লিপস্টিকের স্থায়িত্ব বাড়াতে সাহায্য করবে।
সঠিক ফর্মুলা বেছে নিন (Lipstick)
লিপস্টিক (Lipstick) কেনার আগে প্রথমে তার সোয়াচ (নমুনা) পরীক্ষা করুন। এটি আপনার হাতে লাগিয়ে একটু শুকিয়ে নিন। তারপর একটি টোনার দিয়ে সেটি হালকা ড্যাব করে দেখুন। যদি কালারটি দ্রুত ফেইড হয়ে যায়, তাহলে বুঝবেন এই লিপস্টিকটি দীর্ঘস্থায়ী হবে না। তাই এমন লিপস্টিক নির্বাচন করুন যা ম্যাট ফিনিশ। ম্যাট ফিনিশের লিপস্টিক ঠোঁটে দীর্ঘস্থায়ী হয়।
শুষ্ক ঠোঁটে লিপস্টিক ব্যবহার করবেন না (Lipstick)
ফাটা বা শুষ্ক ঠোঁটে লিপস্টিক (Lipstick) লাগাবেন না। তাহলে লিপস্টিক খুব তাড়াতাড়ি গুঁড়ো গুঁড়ো হয়ে ঠোঁট থেকে উঠে আসবে। এছাড়াও শুষ্ক ঠোঁটে লিপস্টিক লাগালে ঠোঁটে ড্রাই ফিল হবে এবং প্যাচি লুক তৈরী হবে। তাই লিপস্টিক ব্যবহার করার আগে, ময়েশ্চারাইজিং লিপবাম দিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করুন। তারপর কয়েক মিনিট অপেক্ষা করে লিপবাম মুছে ফেলুন এবং তারপর লিপস্টিক লাগান। এতে ঠোঁট থাকবে মসৃণ এবং লিপস্টিকও হবে দীর্ঘস্থায়ী ।

লেয়ার তৈরি করুন
লিপস্টিকের পিগমেন্ট যদি ভালো না হয়, তবে এই ট্রিকটি ব্যবহার করতে পারেন। প্রথমে লিপস্টিক লাগিয়ে হালকা মুছে ফেলুন এবং কিছু সময় ঠোঁটে বসতে দিন। এরপর আরেকটি লেয়ার লিপস্টিক লাগান। একটি টিস্যু ঠোঁটে চেপে এরপর পাউডার অ্যাপ্লাই করুন। এরপর আবার একটি লেয়ার লিপস্টিক লাগিয়ে নিন। এতে লিপস্টিক ডিপ এবং ভাইব্রেন্ট দেখাবে।

লিপ লাইনার ব্যবহার করুন
লিপ লাইনার মূলত ঠোঁটের আউটলাইন করার জন্য ব্যবহৃত হলেও এখন এটি ঠোঁটের ভেতরের অংশ ফিল করার জন্যও ব্যবহৃত হচ্ছে। লিপ লাইনারের ফর্মুলেশন অনেক বেশি ম্যাট এবং থিক হওয়ায় এটি লিপস্টিককে ছড়িয়ে যেতে দেয় না এবং ঠোঁটের সঠিক শেইপ প্রদান করে। এছাড়া ফুলার লিপ এখন বেশ ট্রেন্ডি, আর লিপ লাইনার এই লুক তৈরিতে খুব কার্যকরী।
আরও পড়ুন : রান্নায় থাকুক তিল, জানেন নিয়মিত তিল খাওয়ার উপকারিতা?
খাবার নির্বাচন করুন সঠিকভাবে
লিপস্টিক ওয়াটারপ্রুফ হলেও , ওয়াটারপ্রুফ মেকআপ কিন্তু তেলেই মুছে যায়। তাই তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। অনুষ্ঠান বাড়ি বা আউটিং-এর সময় সাবধান থাকুন, তৈলাক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে। যদি লিপস্টিক উঠে যায়, তাহলে ওয়াইপস দিয়ে ঠোঁট পরিষ্কার করে আবার নতুন করে লিপস্টিক লাগিয়ে নিতে পারেন।
আরও পড়ুন : NGO Registration Process: এনজিও খুলবেন ভাবছেন? জানুন সঠিক প্রক্রিয়া!
লিপস এক্সফোলিয়েট করুন
লিপস্টিক ভালোভাবে বসানোর জন্য ঠোঁট এক্সফোলিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ। এক চামচ অলিভ অয়েল এবং এক চামচ চিনি মিশিয়ে একটি লিপ স্ক্রাব তৈরি করুন। এটি একটি টুথব্রাশ দিয়ে ঠোঁটের উপরে ম্যাসাজ করুন। এর ফলে ঠোঁটের ডেড সেলস উঠে যাবে এবং ঠোঁট থাকবে মসৃণ ও সফট। এখন বাজারের রেডিমেড লিপ স্ক্রাবও ব্যবহার করতে পারেন।