ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুরসভার শিক্ষা (KMC) বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়াকে আগেই শো কজ করা হয়েছিল।
এবার সাসপেন্ড সেই আধিকারিক (KMC)
বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের জন্য দু’দিন ছুটি দেওয়ার নোটিস জারির পর তিনি শোকজের চিঠি পান। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দিতে পারে আজ তাকে (KMC) সাসপেন্ড করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় চক্রান্তের অভিযোগ তোলেন। পুর কমিশনার ধবল জৈন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন আবশ্যিক। এই বিষয়ে আলোচনা না করে সিদ্ধার্থ নোটিস জারি করায় তাকে শাস্তি পেতে হয়।
আরও পড়ুন: Firhad Hakim: কাউন্সিলরদের ভাতা বৃদ্ধির দাবি নাকচ, আর্থিক কাঠামো সুসংহত করাই উদ্দেশ্য
পুরসভার বিরুদ্ধে বিজেপির অভিযোগ
বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। পুর কমিশনার জানিয়েছেন, ওই নোটিস বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, যার ফলে প্রশাসনিক কাজের গতিতে কিছুটা বাধা আসতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।
