ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ২০ মে দক্ষিণী সুপারস্টার (South Superstar) এনটিআরের (NTR) জন্য ধামাকাদার সারপ্রাইজ রাখতে চলেছেন বলিউড সুপারস্টার (Bollywood Superstar) হৃতিক রোশন (Hrithik Roshan)। তবে কি ‘ওয়ার ২’ ছবিকে কেন্দ্র করে অপেক্ষা করছে আরও বড় চমক? এই দিন টিজার সামনে আসবে না তো? হঠাৎ করে দক্ষিণ সুপারস্টারের জন্য জন্মদিন সেলিব্রেশনের (Birthday Celebration) আয়োজন। হৃতিক রোশনের মাথায় কী ঘুরছে এখন? ওয়ার ২ (War 2) ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। কী হতে চলেছে এই ছবিতে?
দুই ইন্ডাস্ট্রির সুপারস্টারের যুগলবন্দি (Hrithik Roshan)
বলিউড সুপারস্টার হৃতিক রোশন (Hrithik Roshan) ও দক্ষিণী সুপারস্টার এনটিআর। দুই ইন্ডাস্ট্রির দুই তারকার যুগলবন্দি। স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ তো থাকবেই। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি ওয়ার ২ তে কবীরের চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশন। ছবিটি ১৪ আগস্ট হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পেতে চলেছে।
ব্লকবাস্টার ছবির উপহার (Hrithik Roshan)
ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স অনেক গুলি ভারতীয় ব্লকবাস্টার সিনেমার উপহার দিয়েছে (Hrithik Roshan)। এক থা টাইগার, ওয়ার, পাঠান, টাইগার ৩, টাইগার জিন্দা হ্যায় -এর সাথে এখন ওয়ার ২ ষষ্ঠ ছবি।
আরও পড়ুন: Aratrika Maity: বড় পর্দায় আরাত্রিকার এন্ট্রি! মিঠিঝোরা ছাড়ছে রাই?
জোর জল্পনা শুরু
সোশ্যাল মিডিয়ায় হৃতিক লেখেন, “এই চলতি মাসের ২০ তারিখ কি আসছে জানো? বিশ্বাস করো , যা আসছে তা তোমার কল্পনারও বাইরে ! প্রস্তুত তো?” আর এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। কাকতালীয়ভাবে এই ২০ তারিখে দক্ষিণী সুপারস্টার এনটিআরের জন্মদিন।
আরও পড়ুন: Swastika Dutta: রানী ভবানী হচ্ছেন না স্বস্তিকা, ভুয়ো খবরে ফাঁস আসল সত্যি!
কবীরকে ভিন্ন আলোকে দেখানোর চ্যালেঞ্জ
যশরাজ ফিল্মস অবশেষে ওয়ার ২ এর মুক্তির তারিখ নিশ্চিত করেছে। এটি ২০১৯ সালের চলচ্চিত্র ওয়ারের সিক্যুয়াল। এটি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি। ২০১৯ এ মুক্তিপ্রাপ্ত ওয়ারে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ, বাণী কাপুর, আশুতোষ রানা ও অনুপ্রিয়া গোয়েঙ্কা। আগে হৃতিক রোশন একটি সাক্ষাৎকারে ওয়ার ২ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছিলেন। তিনি বলেন, “কবীর অবশ্যই একটি ছাপ রেখে গেছেন। কবীরের ভূমিকায় অভিনয় করা মজাদার হবে কারণ এবার আমার চ্যালেঞ্জ হল কবীরকে ভিন্ন আলোকে দেখানো । আর একটি ভিন্ন দিক যা আকর্ষণীয় হতে চলেছে।” তবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও হৃতিকের বার্তাই যথেষ্ট। ওয়ার ২ এর মুক্তির আগেই একটি বড় জল্পনা তিনি শুরু করে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে পরিচালনা করবেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আয়ান মুখার্জি। ওয়ার ২ তে একসাথে দেখা যাবে দুই সুপারস্টারকে।