ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হাড়হিম ঘটনা ঘটেছে হরিয়ানার রোহতকে (Extra Marital Affair)। স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ভাড়াটেকে জীবন্ত পুড়িয়ে সাত ফুট গর্তে পুঁতে দিলেন স্বামী! স্বামীর এই নৃশংস হত্যাকাণ্ডে সাহায্য করেছিল তার আরও কয়েকজন বন্ধু। ঘটনা প্রায় ৩ মাস অতিক্রান্ত, অবশেষে মূল অভিযুক্ত ও তাঁর বন্ধুদের গ্রেপ্তার করে পুলিশ।
পুড়িয়ে হত্যা করে ৭ ফুট গর্তে (Extra Marital Affair)
মৃত জগদীপ রোহতকের এক বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। পেশায় ছিলেন যোগ ব্যায়ামের শিক্ষক। তিনি ভাড়াটে ছিলেন হরদীপের বাড়িতে। সেখানেই হরদীপের স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয় (Extra Marital Affair)। বিষয়টি হরদীপের নজরে আসে। ২৪শে ডিসেম্বর, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। প্রথমে তারা জগদীপের মুখে টেপ লাগিয়ে দেয় এরপরই বেধড়ক মারধর করে, তারপর নৃশংসভাবে জীবন্ত পুড়িয়ে হত্যা করে ৭ ফুট গর্তে পুঁতে দেওয়া হয়।
আরও পড়ুন: Supreme Court On Cutting Trees: গাছপ্রতি ১ লক্ষ টাকা জরিমানা, কেটে ফেলেছেন প্রায় সাড়ে চারশো গাছ
প্রমাণ ছিল না পুলিশের কাছে (Extra Marital Affair)
কুয়ো তৈরি করবে বলে আগে থেকেই গর্ত খুঁড়ে রেখেছিল অভিযুক্ত। আর সেখানেই পুঁতে দেওয়া হয় জগদীপকে। হত্যার ১০ দিন পর, ৩ জানুয়ারী খোঁজ খবর না পাওয়ায় তাঁর পরিবার শিবাজি কলোনি থানায় নিখোঁজ ডায়েরি করে। তদন্তে নামে পুলিশ। পর্যাপ্ত প্রমাণ ছিল না পুলিশের কাছে। জগদীপের ফোন কল খতিয়ে দেখতেই হরদীপের উপর সন্দেহ হয় পুলিশের। সোমবার হরদীপের দেখানো সেই জায়গায় খুঁড়েই উদ্ধার করা হয় জগদীপের দেহ। পুলিশ গ্রেপ্তার করেছে হরদীপ ও তাঁর বন্ধু ধরমপালকে।