ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উঠেছে ৩৭০, হারিয়েছে রাজ্যের মর্যাদা, গঠন হয়েছে সরকার। তবুও নিরাপত্তায় ঘাটতি নেই জম্মু ও কাশ্মীরে (High security in Kashmir)। সামনেই প্রজাতন্ত্র দিবস ঘিরে কাশ্মীরজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা (Tight security across Kashmir ahead of Republic Day)
জম্মু অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
৭৬তম প্রজাতন্ত্র দিবস ( 76th Republic Day )উদযাপন উপলক্ষে জম্মু অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে (Tight security in Jammu and Kashmir )। বিশেষ করে দোডা জেলার ভাদেরওয়াহ এলাকায় এবং জম্মুর অন্যান্য অংশে সতর্কতা বাড়ানো হয়েছে। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের সময়ে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাড়ানো হয়, তবে এবছর নিরাপত্তা আরও শক্তিশালী করা হয়েছে( High security in Kashmir)।প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। ২০১৯ সালের ৩৭০ ধারা বাতিল হওয়ার পর কাশ্মীরে পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয়েছে, কিন্তু এখনও সেখানে নিরাপত্তার ব্যবস্থা সমুন্নত রাখা হয়েছে। রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর কাশ্মীরের প্রশাসনিক পরিবর্তন ও নতুন সরকারের গঠন হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কাশ্মীরজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে
ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে নজরদারি
জম্মুর এম.এ. স্টেডিয়াম, যেখানে প্রধান প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান হবে, তা জনসাধারণের প্রবেশের জন্য বন্ধ রাখা হয়েছে। স্টেডিয়াম চত্বরে কোনও ধরনের অপ্রয়োজনীয় জমায়েত যাতে না হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।পুলিশ ও নিরাপত্তা বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সরকারি অফিস, এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে (High security in Kashmir)। নিরাপত্তার উদ্দেশ্যে ড্রোন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। রাস্তা, বাজার এবং অন্যান্য জনবহুল স্থানগুলিতে পেট্রোলিংও বৃদ্ধি করা হয়েছে। যাত্রীদের জন্য বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আরও পড়ুন:ওড়িশা-ছত্তীসগড় সীমানায় বিরাট সাফল্য! রাতভর গুলির লড়াইয়ে হত ১৪ মাওবাদী
৭৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Office of LG J&K ) সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah)। নিরাপত্তার পাশাপাশি, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পদক প্রদানেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর, জম্মু অঞ্চলে নিরাপত্তার যে কড়াকড়ি নেওয়া হয়েছে, তা সবার শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।