Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : হায়দরাবাদের বুকে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা (Hyderabad)। এক বেসরকারি স্কুলের ভিতরে চলছিল ভয়ঙ্কর মাদক চক্র। আর এর মাথা ছিলেন স্কুলেরই ডিরেক্টর মালেলা জয় প্রকাশ গৌড়। যিনি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার দায়িত্বে ছিলেন, তিনি নাকি গড়ে তুলেছিলেন এক বিপজ্জনক মাদক সাম্রাজ্য।

ক্লাসরুমেই মাদক ল্যাব! (Hyderabad)
পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলের একাধিক ক্লাসরুমকে গোপনে ল্যাবরেটরিতে রূপান্তর করা হয়েছিল। সেখানে তৈরি হত নিষিদ্ধ সাবস্ট্যান্স অ্যালপ্রাজোলাম। কেমিক্যাল রিঅ্যাক্টর, ড্রায়ার থেকে শুরু করে আধুনিক সরঞ্জামের অভাব ছিল না। দেখতে যেন কোনও বৃহৎ কেমিক্যাল কারখানার মতোই।
তেলঙ্গানা পুলিশের বিশেষ ঈগল টিম গোপন সূত্রে খবর পেয়ে স্কুলে হানা দেয়। তল্লাশিতে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশকর্তাদের। স্কুলের কেমিস্ট্রি ল্যাবে আটটি রিঅ্যাক্টর এবং বেশ কিছু ড্রায়ার ফিট করা ছিল।
শিক্ষার আড়ালে ব্যবসা! (Hyderabad)
জেরায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জয় প্রকাশ গৌড় তাঁর এক সহকর্মীর কাছ থেকে মাদক তৈরির কৌশল শিখেছিলেন। গত ছয় মাস ধরে নিয়মিত মাদক তৈরি চলছিল।
- সপ্তাহে ছয় দিন মাদক উৎপাদন হত।
- রবিবারে ডেলিভারি দেওয়া হত বিভিন্ন জায়গায়।
- স্কুলের প্রথম ও দ্বিতীয় তলে নিয়মিত ক্লাস চললেও,
- তৃতীয় তলাকে পুরোপুরি মাদক তৈরির ল্যাবে পরিণত করা হয়েছিল।
আরও পড়ুন : London: লন্ডনের রাস্তায় জনস্রোত, চাপে সরকার বিস্ফোরণ আগুন
বিপুল পরিমাণ মাদক ও নগদ উদ্ধার (Hyderabad)
তল্লাশির সময় পুলিশ স্কুল থেকে ৭ কেজি অ্যালপ্রাজোলাম, বিপুল পরিমাণ কেমিক্যাল ও মাদক তৈরির যন্ত্রপাতি উদ্ধার করেছে। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ২১ লক্ষ টাকা নগদও।