ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জনিয়েছেন, ভারত একটি ঐতিহাসিক সফলতা পেয়েছে ক্ষেপণাস্ত্র পরিক্ষায়। দূরপাল্লার বা লং রেঞ্জ ‘হাইপারসনিক’ (Hypersonic Ballistic Missile) ক্ষেপণাস্ত্রের পরিক্ষামূলক উৎক্ষেপণে সফল হয়েছে ভারত। ভারতের এই সফলতা ঐতিহাসিক বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
গত রবিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই ‘হাইপারসনিক’ ব্যালেস্টিক মিসাইলের সফল পরিক্ষার বিষয়টি জানিয়েছেন। এই ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও বেশি গতিবেগে বিভিন্ন ধরনের ওভারহেড বা অস্ত্রকে নিয়ে নিদিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন,এটি একটি ১৫০০ কিলোমিটারের দূরপাল্লার বা লং রেঞ্জের হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইল।
সবার নেই এই ক্ষমতা (Hypersonic Ballistic Missile)
এমন দুরপাল্লার হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইল (Hypersonic Ballistic Missile) প্রযুক্তি বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের হাতে রয়েছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র রাশিয়া, আমেরিকা ও চিন সহ কয়েকটি দেশের কাছে রয়েছে। তবে বেশিভাগ দেশ নিজেরা হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইল বানানোর দাবি করলেও সব ব্যালেস্টিক মিসাইল শব্দের গতিতে সম্পূর্ণ যাত্রা পথ অতিক্রম করতে পারে না।
আরও পড়ুন: Delhi Air Pollution: ঘন ধোঁয়াশা, মরশুমের দূষিততম দিন রাজধানীতে! অনলাইনের পথে দিল্লির স্কুল
শব্দের গতির থেকে কম হয় গতিবেগ (Hypersonic Ballistic Missile)
উৎক্ষেপণের পর মহাশূন্য থেকে লক্ষ্যে আঘাত হানার সময় বেশিভাগ ব্যালেস্টিক মিসাইল (Hypersonic Ballistic Missile) কিছু সময়ের জন্য শব্দের গতি ছুঁতে পারে। তবে উৎক্ষেপণের সময় তার গতি শব্দের গতির থেকে অনেক কম থাকে। কিন্তু হাতে গোনা কয়েকটি দেশের কাছে সম্পূর্ণ হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইল রয়েছে। আর এই তালিকায় নাম যুক্ত করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ঐতিহাসিক সাফল্য পেয়েছে ভারত।
আরও পড়ুন: Crime News: মাদকের সাম্রাজ্যে ‘সমুদ্র মন্থন’, বাজেয়াপ্ত ২০০০ কোটি টাকার ড্রাগ
কী বললেন রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়ে ক্ষেপণাস্ত্রটির যাত্রাপথে বিভিন্ন স্টেজে নানা দিক থেকে নজর রাখা হয়েছিল। এই হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইলটি ঠিক ভাবেই গতিপথ পরিবর্তন করেছিল এবং লক্ষ্যবস্তুতে সঠিক ভাবে আঘাত করেছে বলে জানানো হয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র তরফে। ভারতের প্রতিরক্ষা সংস্থা ডিআরডিও জানিয়েছে, শনিবার রাতে এই হাইপারসনিক মিসাইলের পরিক্ষা করা হয়েছে।
সামনে এসেছে ভিডিয়ো
এই ক্ষেপণাস্ত্রটি পরিক্ষার সময়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োতে ভারতের এই নতুন প্রযুক্তির হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইলটির উৎক্ষেপণের ছবি রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ”ভারত এই হিপারসনিক মিসাইল প্রযুক্তি পরিক্ষার মাধ্যমে একটি নতুন উচ্চতার মাইলস্টোন ছুতে পেরেছে।“ এই হাইপারসনিক মিসাইলটি ওড়িশার উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপের মিসাইল গবেষণা কেন্দ্র থেকে পরিক্ষা করা হয়েছে। এই নতুন সফলতা ভারতকে একটি বিশেষ দেশ গুলির গ্রুপের অংশ হিসেবে তুলে ধরবে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।