ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শাসকদলের বিজয়া সম্মিলনী। আর সেই সম্মিলনী মঞ্চে শাসকদলের জেলার নেতৃত্বের পাশে উর্দি পরে পুলিশ আধিকারিক। সমাজ মাধ্যমে এমন ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার মালদহের মানিকচক ব্লকে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার। মানিকচক ব্লক কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে পুলিশি পোশাকে মঞ্চে হাজির ছিলেন তিনি। এই ঘটনায় ব্যাপক রাজনৈতিক শোরগোল মানিকচক জুড়ে। পুলিশ তৃণমূলে কংগ্রেসের কর্মী। এই ঘটনা তার প্রমাণ দাবি বিজেপি ও সিপিএমের।
মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানিকচক ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান ২০২৪ অনুষ্ঠান। মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা। এই অনুষ্ঠানে মানিকচকের ৭৮টি দুর্গাপুজো কমিটিকে শারদ সম্মান দেওয়া হয়। মঞ্চে অতিথি আসনে উপবিষ্ট ছিলেন মালদহ জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশী, বিধায়ক সাবিত্রী মিত্র, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভঙ্কর সান্যাল, মালদহ জেলা যুব তৃণমূল কংগ্রেসে সভাপতি বিশ্বজিৎ মন্ডল সহ মানিকচক ব্লক ও মালদহ জেলার তৃণমূল কংগ্রেসের নেতারা।
তৃণমূল কংগ্রেসের দলীয় নেতাদের সঙ্গে মঞ্চে দেখা যায় আইসি সুবীর কর্মকারকে। একেবারে পুলিসি ইউনিফর্মে। তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে মধ্যমণি হয়ে বসে থাকতে দেখা যায় তাকে।মঞ্চের প্রথম সারিতে বিধায়ক সাবিত্রী মিত্রের ঠিক পাশে আসন গ্রহণ করেন তিনি।শুধু তাই নয়,মঞ্চে ভাষণ দিতে গিয়ে আইসি সুবীরবাবু আব্দুর রহিম বক্সীকে মালতীপুরের বিধায়ক হিসাবে নয় মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে সম্বোধিতও করেন।তৃণমূলে কংগ্রেসের মঞ্চ থেকে বিধায়কের সাথে স্মারক তুলে দেন পূজা উদ্যোক্তাদের।
আর এই ঘটনায় চরম কটাক্ষ বিরোধীদের। বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা বলেন, ”আমরা বারবার বলেছি পুলিস নিরপেক্ষ নয়। তারই প্রমাণ তৃণমূল কংগ্রেসের মঞ্চে উপস্থিত মানিকচক থানার আইসি। তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে পুলিস।”
অন্যদিকে, বিজেপির দক্ষিণ মালদহের সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, ”তৃণমূল কংগ্রেস আর প্রশাসন একই। পুলিশ মানে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস মানে পুলিস প্রশাসন। একে অপরের পরিপূরক। তাই তৃণমূল কংগ্রেসের মঞ্চে পুলিসের উপস্থিতি স্বাভাবিক। এমনকি তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেসের নেতাদের খুশ করতে দলীয় অনুষ্ঠানে গেছেন আইসি।”
যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, ”এটা কোনও দলীয় প্রোগ্রাম নয়। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে। এই ধরনের অনুষ্ঠানে যে কেউ আসতে পারে। মানিকচক থানার আইসি এসে কোনও ভুল করেননি।” আইসি সুবীর কর্মকার সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। বিষয়টি নিয়ে এখনও পুলিশ সুপারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।