প্রিয়তমার আগেই খাদানের অফার: ফ্যান থেকে হিরোইন(Heroine)। ছোট থেকে দেবের সিনেমা দেখে বড় হয়েছেন ইধিকা (Idhika Paul)। আর সেই ইধিকা যখন খাদানের(Khadaan) অফার পেলেন, তাও আবার দেবের নায়িকার চরিত্রে, নায়িকার রিয়্যাকশন কেমন ছিল? জানেন! তখন কিন্তু ইধিকার ‘প্রিয়তমা'(Priyotoma) সামনে আসেনি। বড় পর্দায় সেভাবে জনপ্রিয়তাও পাননি। তার আগেই দেব(Dev)ঠিক করে নিয়েছিলেন, খাদানে ইধিকা তাঁর বিপরীতে অভিনয় করবেন। দেবের কথায় খাদান ছবিটি একেবারেই চরিত্র কেন্দ্রিক। গ্ল্যামার কেন্দ্রিক নয়। সেক্ষেত্রে চরিত্রের সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ করে গিয়েছেন ইধিকা। কিন্তু ইধিকাই যে খাদানে অভিনয় করবেন, সেটা কিভাবে ঠিক করলেন অভিনেতা দেব?
ইধিকাকে চিনতেন না দেব
ট্রাইব টিভির সাক্ষাৎকারে দেব জানালেন, প্রথমে ইনস্টাগ্রামে তিনি ইধিকার একটা ছবি দেখেন। আগে তিনি ইধিকাকে চিনতেন না। ছবি দেখে তাঁর মনে হয়েছিল, খাদানের চরিত্রের জন্য ইধিকার লুকটা ঠিকঠাক। সেই ছবি পাঠান অফিসে। ইধিকা কোনও কাজ করছে কিনা, খোঁজ নিতে বলেন । তখনও বাংলাদেশের প্রিয়তমা ছবিটা সামনে আসেনি। আসলে খাদানের কাজ চলেছে দু’বছর আগে থেকে। এমনকি পরিচালককে দেব বলেছিলেন, ইধিকার সঙ্গে দেখা করতে। অডিশন হওয়ার কথা হয়েছিল। যদিও শেষমেষ লুক সেট হয়।
অভিনয়ে পারদর্শী
ফ্যান থেকে হিরোইন হওয়া, একেবারেই মুখের কথা নয়। আর এই জায়গায় ইধিকা যে আসতে পেরেছেন, শুধুমাত্র তাঁর অভিনয়ের গুণে। বড় পর্দায় আসার আগে তিনি দীর্ঘদিন ধারাবাহিকে কাজ করেছেন। অভিনয়ে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন: Ritabhari Chakraborty: প্রেমে সিলমোহর ঋতাভরীর! কার বাহুডোরে অভিনেত্রী?
চরিত্র অনুযায়ী অভিনেতা নির্বাচন
দেবের প্রোডাকশন হাউসে মূলত চরিত্র কেন্দ্রিক কাজ হয়। অর্থাৎ ছবিতে চরিত্রগুলি কেমন হবে, সেই অনুযায়ী অভিনেতা অভিনেত্রীদের নির্বাচন করা হয়। তারপর তারা কাজের অফার পান। একই ভাবে খাদান ছবিতে দেবের বিপরীতে নির্বাচন করা হয়েছিল ইধিকা পালকে। নিশ্চয়ই এতদিনে শুনে ফেলেছেন, দেব আর ইধিকার কিশোরী গান।
যিশু সেনগুপ্তের বিকল্প ছিল না
একই ভাবে দেব যিশু সেনগুপ্তকেও খাদানের জন্য বলেছিলেন। ঠিক করে নিয়েছিলেন, যিশু সেনগুপ্ত ছাড়া তাঁর কাছে কোনও অপশন নেই। অপরদিকে যিশু সেনগুপ্ত তখন ভীষণ ব্যস্ত। বলিউড, টলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমা। তিনটি ইন্ডাস্ট্রিতে তিনি অভিনয় করছেন। যিশুর কাছে সময় পাওয়াটা খুব কঠিন ছিল। যিশু কলকাতায় আসতেই তাঁর কাছে খাদানের কথা বলেন দেব।
আরও পড়ুন: Raj chakroborty: রাজের ‘ সন্তান’ প্রসেনজিতের পুরনো ছবির মতো, কী বললেন বুম্বাদা?
পারিশ্রমিকের থেকেও বেশি গুরুত্বপূর্ণ চরিত্র
অভিনেতা দেবের কথায়, ভালো অভিনেতার কাছে অভিনয়ের জন্য অর্থ কোনও ম্যাটার করে না। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল , তিনি কোন চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রটি। যিশু সেনগুপ্তের খাদানের চরিত্রটি পছন্দ হয়েছিল। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে খাদান। অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেব ভক্তরা। সিনেমার প্রচার চলছে, বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত। ব্যাপক সাড়াও মিলছে। দেবকে আবার খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে, সেই পুরনো ফর্মে অ্যাকশন ছবিতে।