ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খাদানের (Khadaan) পর আরও বড় ধামাকা দেখাতে চলেছেন দেব (Dev), তা বলাই বাহুল্য। চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)। ইতিমধ্যেই জোরকদমে ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। সেই ছবি নিয়েই হল বড় ঘোষণা। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইধিকা পাল (Idhika Paul) এবং সোহিনী সরকারকে (Sohini Sarkar)।
অনুরাগীদের জন্য সুখবর (Raghu Dakat)
দেব-ইধিকা জুটির অনুরাগীদের জন্য এটা দুর্দান্ত সুখবর। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত রঘু ডাকাতে (Raghu Dakat) যোগ দিচ্ছেন দুই অভিনেত্রী। একদিকে রয়েছে ইধিকা পাল, আর অপরদিকে সোহিনী সরকার। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং এসভিফের যুগ্ম প্রযোজনায় তৈরি হচ্ছে ‘রঘু ডাকাত’। সম্প্রতি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়, যে দুই অভিনেত্রী ছবিতে যোগ দিতে চলেছেন।
মাইলস্টোন তৈরি করবে দেব-ইধিকা জুটি (Raghu Dakat)
টলিউডের গুঞ্জন বলছে, নতুন করে মাইলস্টোন তৈরি করবে দেব-ইধিকা জুটি (Raghu Dakat)। বাংলা সিনে দুনিয়া নতুন এক জুটি পেতে চলেছে। দেবের সদ্য মুক্তি পাওয়া ‘খাদান’ ছবিতে তার কিছুটা আন্দাজ মিলেছে। এবার দেবের সঙ্গে ইধিকার হতে চলেছে দ্বিতীয় ছবি। এছাড়া সোহিনী এবং ইধিকা দুজনেই পরিচালক ধ্রুবর সঙ্গে এই প্রথম কাজ করবেন।
আরও পড়ুন: Dev: দেবের কাছে ‘বিনোদিনী’ একজনই, শুভশ্রী প্রসঙ্গে কী বললেন?
ইধিকার টলিউডে দ্বিতীয় কাজ
ইধিকা এর আগে টলিউডে বহু ধারাবাহিকে কাজ করেছেন। টলিউডে বড়পর্দায় প্রথম কাজ ছিল ‘খাদান’। আর সেখানেই তিনি ছক্কা হাঁকিয়েছেন। এবার টলিউডে অভিনেত্রীর দ্বিতীয় কাজ হতে চলেছে। অপরদিকে যদি সোহিনী সরকারের কথা বলা হয়, তিনি বহুদিন ধরেই টলিউডে রাজ করতেন। এছাড়া বলিউডেও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। রঘু ডাকাতের গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যাবে সোহিনীকে। যদিও এই ছবিতে সোহিনী এবং ইধিকাকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে, তাঁদের লুক কেমন হতে চলেছে, সেই পুরো বিষয়টাই এখন রয়েছে সিক্রেট হিসেবে। সেই বিষয়ে পরিচালক কিংবা প্রযোজক কোনও তথ্য প্রকাশ্যে আনেনি। এই প্রথমবার সোহিনী সরকারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন দেব।

দীর্ঘ অপেক্ষার অবসান
‘খাদান’ ঝড়ের পর শোনা গিয়েছিল, ‘রঘু ডাকাত’ রূপে ফিরবেন দেব। সে খবরে বহুদিন আগেই সিলমোহর পড়েছে। মাঝে গুঞ্জন ওঠে, খলনায়কের ভূমিকায় নজর কাড়বেন অনির্বাণ ভট্টাচার্য। শোনা যাচ্ছে, মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে হবে ছবির শুটিং। ইতিমধ্যে রেইকিও হয়ে গিয়েছে । প্রসঙ্গত ‘রঘু ডাকাত’ ছবির কথা দেব ঘোষণা করেছিলেন সেই ২০২১ সালে। তারপর থেকে এই দর্শকদের মনে এই ছবি নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। মাঝে নানান কারণে এই সিনেমার কাজ এগোয়নি। দীর্ঘ অপেক্ষার পর ২০২৫ এর পুজোতে আসতে চলেছে ‘রঘু ডাকাত ‘।
আরও পড়ুন: Salman-Rashmika: পুনর্জন্ম হয়েছে সলমন-রশ্মিকার! বলিউডকে চ্যালেঞ্জ ছুঁড়ল দক্ষিণী ইন্ডাস্ট্রি
খাদানকে ছাপিয়ে যাবে রঘু ডাকাত
ধীরে ধীরে এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্র প্রকাশ্যে আসছে। ছবির মহরত হতে চলেছে সরস্বতী পুজোর দিন। প্রায় চার বছর অপেক্ষা। তারপর সূচনা হবে রঘু ডাকাতের। বাংলা ছবি নিয়ে দেব ভীষণ আশাবাদী। কিছুদিন আগেই তাঁকে বলতে শোনা গিয়েছিল, ২০২৭ এ বাংলা ছবির বক্স অফিস পৌঁছাবে ৫০ কোটিতে। যেটা শুরু হয়েছে ‘খাদান’ দিয়ে। আশা করেন, খাদানকেও ছাপিয়ে যাবে ‘রঘু ডাকাত’।