ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘সিকন্দর’ (Sikandar) প্রথম, তবে এই শেষ নয় (Salman-Rashmika)। অর্থাৎ বলা হচ্ছে সলমন খান (Salman Khan) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) জুটির কথা। ‘সিকন্দর’ ছবিতে জুটি বাঁধলেও আবার নতুন করে আসতে চলেছেন আরেকটি ছবিতে। বলিউডকে (Bollywood) এবার বড় চ্যালেঞ্জ জানাল দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি। পরিচালক অ্যাটলির (Atlee Kumar) বিগ বাজেটের ছবিতে আবারও দেখা যাবে এই জুটিকে।
অ্যাটলির সঙ্গে জুটি বাঁধবেন সলমন (Salman-Rashmika)
২০২৪ সালের শেষের দিকে হঠাৎ করেই ভারতের সিনে দুনিয়ায় একটা বড় জল্পনা শোনা যায় (Salman-Rashmika)। যে পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বাঁধবেন সলমন খান। আসবে একটা বিগ বাজেটের ছবি। স্টার কাস্টে থাকবে রীতিমত বড় চমক। আর সেই ইঙ্গিত এবার সত্যি হতে চলেছে। এমনটাই বলছেন সিনেপ্রেমীরা।
এক ছবিতে একাধিক মেগাস্টার (Salman-Rashmika)
বিগ বাজেটের এই ছবিতে শুধুমাত্র সলমন খান নয়, বরং দেখা যেতে পারে আরও দুই তাবড় মেগাস্টারকে (Salman-Rashmika)। সেক্ষেত্রে শোনা গিয়েছিল, রজনীকান্ত এবং কমল হাসানের নাম। তারকা খচিত এই ছবির ক্ষেত্রে এখন বড় সম্বল পুষ্পার নায়িকা। নতুন ছবিতে সলমনের নায়িকা হবেন রশ্মিকা মন্দানা। এই ছবি নিয়ে প্রাথমিক পর্যায়ের কথা ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। চুক্তিপত্রে সই করলে কাজ শুরু হবে।
আরও পড়ুন: Neem Phooler Madhu: ফিরল সৃজনের স্মৃতি, ৮০০ পর্ব পেরোতেই নিম ফুলের মধুতে ধুন্ধুমার কাণ্ড
সলমনের নায়িকা হিসেবে রশ্মিকার দ্বিতীয় কাজ
এই মুহূর্তে সলমন এবং রশ্মিকা ভীষণ ব্যস্ত, তাঁদের ‘সিকন্দর’ ছবি নিয়ে। দক্ষিণী পরিচালকের এই ছবির কাজে সলমন খানকে কখনও মুম্বাইয়ের রাস্তায়, তো কখনও স্টেশনে শুটিং করতে দেখা যাচ্ছে। এমনি থেকেই পর্দায়, সলমন এবং রশ্মিকার জুটি দেখতে আগ্রহী অনুরাগীরা। পুষ্পার মাধ্যমে গোটা দেশ জুড়ে ঝড় তুলেছে রশ্মিকার অভিনয়। যদি এবার এই দক্ষিণী সুন্দরী অভিনেত্রী অ্যাটলির বিগ বাজেটের ছবিতে চূড়ান্ত স্বাক্ষর করে দেন, তাহলে সলমনের নায়িকা হিসেবে তিনি করবেন দ্বিতীয় ছবি।
আরও পড়ুন: Abhijeet Bhattacharya Controversy : ‘পাকিস্তানের জনক’ গান্ধীজি? ফের বিতর্কে গায়ক অভিজিৎ
অ্যাটলি বলবেন পুনর্জন্মের গল্প
রশ্মিকার সময়টা বেশ ভালো যাচ্ছে বলতে হয়। প্রথমে পুষ্পার পর বিনোদন দুনিয়ায় বড় মাইলস্টোন রচনা করলেন। তারপর একে একে ‘অ্যানিমেল’, ‘পুষ্পা ২’। এখন চলছে ‘সিকন্দর’ ছবির শুটিং। এবার তাঁকে দেখা যেতে পারে, অ্যাটলির পুনর্জন্মের গল্পে। যেখানে এক ছবিতে দেখবেন সলমন, রজনীকান্ত এবং কমল হাসানকে। সত্যি বলতে, এটা ভারতীয় সিনে দুনিয়ার জন্য একটা বড় সারপ্রাইজ। তাছাড়া বক্স অফিসে অ্যাটলির কামাল এর আগেও দর্শক দেখেছে। ‘জওয়ান’ সিনেমা বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল। এবার বর্তমান আর অতীত মিলিয়ে নতুন এক গল্প বলবেন তিনি। ছবিটিতে যোদ্ধার অবতারে দেখা যাবে সলমন খানকে। শোনা যাচ্ছে, শুটিং শুরু হতে পারে ২০২৫ সালের গ্রীষ্মে।