ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘নিম ফুলের মধু’তে (Neem Phooler Madhu) আসছে ধুন্ধুমার দুই দিন। সৃজনের (Srijan) সামনে এবার সবটা পরিষ্কার হয়ে যাবে। সৃজনের স্মৃতি ফিরে আসবে। এই দুই দিনে ঠিক কী হতে চলেছে? তবে কি এতদিন ধরে পর্ণার (Parna) জীবনে যে কষ্ট, সেই কষ্টের পর্দা এবার উন্মোচন হবে? কী হয়েছিল সৃজনের সাথে? কেনই বা এতদিন তাকে স্মৃতি ভুলে থাকতে হল? এর পিছনে থাকা আসল কালপ্রিট কে? খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে সমস্ত সত্যি। ইতিমধ্যেই সামনে এসেছে দুর্দান্ত একটা প্রোমো। যেখানে স্পষ্ট, সৃজন আর পর্ণাকে ভুলে থাকবে না।
পেরোল ৮০০ পর্ব (Neem Phooler Madhu)
দেখতে দেখতে ইতিমধ্যেই জি বাংলার পর্দায় সম্প্রচারিত ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ৮০০ পর্ব পেরোল। আগে রাত ৮টার স্লটে ধারাবাহিকটি সম্প্রচারিত হলেও, পরে স্লট চেঞ্জ হয়ে সন্ধ্যে ৬টার স্লটে নিয়ে আসা হয়েছে। আগামী ফেব্রুয়ারির ১ থেকে ২ তারিখ পর্যন্ত জি বাংলার বেশ কয়েকটা ধারাবাহিকের কাহিনিতে বড় রদবদল ঘটতে চলেছে। কাহিনিতে আসতে চলেছে টানটান উত্তেজনা। যার মধ্যে অন্যতম ‘নিম ফুলের মধু’।
দর্শকদের ভালোবাসায় সমৃদ্ধ (Neem Phooler Madhu)
সাম্প্রতিক সময়ে খেয়াল করলে বুঝতে পারবেন, বহু ধারাবাহিকের বয়স কখনও তিন মাস, কখনও বা ছয় মাস। তার পরই থামিয়ে দিতে হয় যাত্রা পথ। তবে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সেই তালিকায় একেবারে ব্যতিক্রম। প্রায় দু’বছর পেরিয়ে গেলেও, এখনও জনপ্রিয়তার সঙ্গে দর্শক ধরে রেখেছে। এখনও দর্শক রুবেল এবং পল্লবীর জুটিকে ভালোবাসা দিচ্ছে। দর্শক এই ধারাবাহিকের কাহিনি পছন্দ করছেন। একের পর এক আসছে, নতুন ক্লাইম্যাক্স। মুখ্য চরিত্রে সৃজনের ভূমিকায় অভিনয় করছেন রুবেল দাস এবং পর্ণার ভূমিকায় অভিনয় করছেন পল্লবী শর্মা।
আরও পড়ুন: Abhijeet Bhattacharya Controversy : ‘পাকিস্তানের জনক’ গান্ধীজি? ফের বিতর্কে গায়ক অভিজিৎ
আগামী পর্বে কী হতে চলেছে?
ফেব্রুয়ারি মাসের শুরুতেই ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক শুরু হচ্ছে নতুন ভাবে। প্রোমোতে দেখা যায়, বিয়ের মণ্ডপে বর কনের সাজে বসে রয়েছে সৃজন আর পর্ণা। সিঁদুর পরানোর আগেই মণ্ডপে হাজির হয় পুলিশ। গিরিধারী রূপে সৃজনকে বলে, তাকে গ্রেফতার করবে। তখন সৃজন হঠাৎ বলে উঠে, তার সবটা মনে পড়েছে। তারপর সিঁদুর পরিয়ে দেয় পর্ণার সিঁথিতে। বলে ওঠে, “ও আমার স্ত্রী”। তখন পর্ণার চোখে জল।
আরও পড়ুন: Bhaskar Banerjee: পুরুষ কি মা হতে পারবে? সংসারটা রসাতলে যাচ্ছে! এ কি বললেন ভাস্কর ব্যানার্জি?
পর্দায় ফিরছে ‘পুরনো’ পর্ণা
সৃজনের স্মৃতি ফেরাতে পর্ণার প্রচুর কষ্ট করতে হয়েছে। মুখ বুজে সহ্য করতে হয়েছে কত অপমান। সৃজনকে হারিয়ে মাঝে পর্ণা অনেকটা চুপচাপ হয়ে গিয়েছিল। সেই প্রতিবাদী পর্ণাকে যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। দর্শক আবার সেই প্রতিবাদী পর্ণাকে পর্দায় দেখতে পাবে। পল্লবীকে এই লুকে দেখতে পছন্দ করছিল তাঁর অনুরাগীরা। তবে কি এবার সৃজন আর পর্ণা মিলে আসল শত্রুকে ধরে ফেলবে? দত্তবাড়িকে আগলে রাখতে ঠিক কী কী করতে চলেছে তারা? জমজমাট পর্ব আসছে ‘নিম ফুলের মধু’তে।