Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জি বাংলায় এই প্রথম দুর্গা রূপে দেখা যাবে ইধিকা পালকে (Idhika Paul)। এর আগে দুর্গার বিভিন্ন রূপে তাঁকে দেখা গিয়েছে টিভির পর্দায়। তবে এ বছর প্রথম দুর্গা রূপে তিনি ধরা দিতে চলেছেন দর্শকের সামনে। পুজো আসতে আর বেশি দেরি নেই। সামনেই মহালয়া। আর সেই মহালয়াতে দেখা যায় দেবী দুর্গার মহিষাসুরমর্দিনীরূপকে।
ভীষণ প্রিয় (Idhika Paul)
ছোট পর্দাতে অভিনয় দিয়ে ইধিকা পাল (Idhika Paul) তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। তারপরেই বড় পর্দাতে অভিনয়ের সুযোগ পান। আর সেখান থেকেই তিনি সুপারহিট। তারপর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তাঁর প্রত্যেকটি ছবিই দর্শকের ভালোবাসা পেয়েছে প্রচুর। বরবাদ, রঘু ডাকাত, খাদান ও প্রজাপতি ২ একের পর এক ছবিতে কাজ। দুই বাংলার দুই সুপারস্টারের সাথে তিনি অভিনয় করেছেন। ওপার বাংলার শাকিব খান (Shakib Khan) ও এপার বাংলায় সুপারস্টার দেব (Dev)। এক কথায় দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় ইধিকা পাল (Idhika Paul)। তবে এবার ছোটপর্দায় দুর্গা রূপে তাঁকে দর্শক দেখতে পাবে। এই খবর তাঁর অনুরাগীদের কাছে খুবই খুশির খবর।
প্রতি বছর প্রশ্ন! (Idhika Paul)
দুর্গা পুজোর কয়েক মাস আগে থেকেই টলিউডের অন্দর থেকে বাঙালির মনে এক ঝড় উঠে। কোন অভিনেত্রীকে দুর্গা রূপের দেখা যাবে (Idhika Paul)? কারণ মহালয়া মানেই পুজো শুরু। আর এই মহালয়ার দিনটি বাঙালির কাছে একটা আবেগ । অনেকেই আছেন, যারা ভোরবেলা থেকেই টিভির পর্দার সামনে বসে পড়েন মহালয় দেখার জন্য। সে ক্ষেত্রে দর্শকের মহালয়ার প্রতি আলাদা আকর্ষণ রয়েছে।
আরও পড়ুন: Ahona Dutta: অহনার কোলে সন্তান, কিন্তু অভিনেত্রীর মায়ের কোল শূণ্য! কেঁদে ফেললেন চাঁদনী
নিঃসন্দেহে নজর কাড়া
স্বাভাবিক ভাবেই দর্শকের মনে প্রতি বছরই প্রশ্ন থাকে ,কাদেরকে দুর্গা রূপে দেখা যাবে টিভির পর্দায়। আর প্রতিবছরই টিভির পর্দায় জনপ্রিয় অভিনেত্রীদের দেখা যায় দুর্গা রূপে। জি বাংলাতে দুর্গা রূপে এই প্রথমবার ইধিকা। তবে নিঃসন্দেহে বলা যায়, ছবিতে তাঁর অভিনয় যেমন দর্শকের মন কেড়ে নিয়েছে , দুর্গা রূপেও তিনি নজর কাড়বেন। তবে অভিনেত্রীর সাথে আর কোন কোন অভিনেত্রী বা অভিনেতারা থাকছেন সে সম্পর্কে কিছুই প্রকাশ্যে আসেনি।
বড় পর্দায় কাজ
প্রিয়তমা ছবি দিয়ে শুরু হয় বড় পর্দাতে ইধিকার প্রথম কাজ। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন ইধিকা পাল । তারপর খাদানে কিশোরী চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। যে ছবির গান দর্শক থেকে অনুরাগীদের মুখে মুখে জনপ্রিয় হয়ে উঠেছিল। আজও তিনি ‘ কিশোরী ‘ নামেই বেশি পরিচিত।