Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নির্ধারিত সময়সূচি মেনেই হবে আজকের ম্যাচ। মোহনবাগানের দেয়া চিঠির পরও আগের সিদ্ধান্তেই অনড় IFA, আজ মোহবাগান মাঠে না নামলে মেসারার্সকে ম্যাচ ওয়াকওভার দেয়ার সম্ভাবনা (Football)।
মোহনবাগান IFA সংঘাত (Football)
একদিকে চলছে ডুরান্ড কাপ আর অন্যদিকে কলকাতা লিগ। একসঙ্গে দুটো টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। কারণ হিসেবে তাদের তরফে জানানো হয়েছে চোটের কারণে যদি কোনো প্লেয়ার দল থেকে বেরিয়ে যায় তবে দলের ক্ষতি হবে। সেই মর্মে মোহনবাগানের তরফে চিঠি দিয়ে জানানোও হয়েছিল IFA-কে। মোহনবাগানের তরফে আরো অভিযোগ করা হয়েছিল যে ইস্টবেঙ্গলেকে বাড়তি সুবিধা পায়িয়ে দেয়ার জন্যি নাকি এরকম সূচি (Football)।
১৩ আগস্টের মোহনবাগান ও মেসারার্স ক্লাবের ম্যাচে হওয়ার কথা ছিল মোহনবাগান মাঠে পরে নির্ধারিত জায়গার পরিবর্তন করে করা হয় নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম। কিন্তু মোহনবাগানের তরফে জানানো হয় তারা আপাতত ডুরান্ড কাপেই মন দিতে চায়। পরবর্তীতে তারা মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গলের সাথে। তাই তারা চায় না তার আগে দলের কোনো ক্ষতি হোক ছোট, ক্লান্তির কারণে।

কিন্তু তাদের এই আবেদনে সম্মতি জানায় নি IFA, তারা তাদের আগের নির্ধারিত সময়সূচি কোনোভাবেই পরিবর্তন করে নি। পূর্ব নির্ধারিত সময় মেনেই আজগের ম্যাচ হবে। কিন্তু এখন প্রশ্ন হলো যদি সবুজ মেরুন ব্রিগেড তাদের দল না নামে তাহলে খেলার ফল কী হবে। আজ মোহনবাগান যদি খেলতে না নাম তাহলে মেসারার্সকে ম্যাচ ওয়াকওভার দিতে পারে IFA। সেই মতো ম্যাচের ৩ পয়েন্ট পেয়ে মেসারার্স। যদিও এই সিদ্ধান্ত নেবে লিগ কমিটি। অর্থ্যাৎ আজ যদি মোহবাগান মাঠে না নাম তবে তারপর হবে লিগ কমিটির বৈঠক এবং সেখানেই নেয়া হবে সিদ্ধান্ত (Football)।
মোহনবাগানের দাবি ছিল ডুরান্ড কাপ ও কলকাতা লিগে তাদের একাধিক প্লেয়ার খেলছেন সেক্ষত্রে তারা আগে মন দিতে চায় ডুরান্ড কাপেই। ১৩ তারিখের পর ১৭ তারিখ তারা মাঠে নামতে চলেছে তাদের চির প্রতিদ্বন্ধি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। মাঝের এই অল্প সময় তাদের জন্য বিশ্রাম ও প্র্যাক্টিসের ক্ষেত্রে খুব কম, সেই জন্য ম্যাচ পিছানোর আর্জি জানিয়েছিল মোহবাগান। এখন দেখার শেষ পর্যন্ত এই জল কোনদিকে গড়ায় (Football)।