ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বহু বিতর্ক পেরিয়ে অবশেষে সরকারিভাবে উত্তরাখণ্ডে লাগু হয়ে গেল ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি (UCC in Uttarakhand)।গোটা দেশে প্রথম রাজ্য হিসাবে সোমবার এই নতুন বিধি লাগু করল উত্তরাখণ্ড।গত বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে পাশ হয়েছিল ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিল। প্রায় একবছর পর অবশেষে লাগু হল ‘বিতর্কিত’ এই আইন।
ইউসিসি পোর্টালের উদ্বোধন (UCC in Uttarakhand)
ইতিমধ্যেই এই বিধি সংক্রান্ত বিশেষ পোর্টাল এবং মোবাইল অ্যাপ তৈরি করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার (UCC in Uttarakhand)। নাম নথিভুক্ত করা থেকে শুরু করে কোনও বিশেষ পরিষেবার জন্য আবেদন দাখিল- অনলাইনে অভিন্ন দেওয়ানি বিধির সমস্ত প্রক্রিয়ার ব্যবস্থা রেখেছে দেবভূমি। সোমবার ২৭ জানুয়ারি দুপুরে দেরাদুনে একটি অনুষ্ঠানে ইউসিসি পোর্টালের উদ্বোধন ও নিয়মাবলী প্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী (Pushkar Singh Dhami)।
এই আইনে সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে বলে এর আগে জানিয়েছিলেন ধামী। এদিন ইউসিসি লাগুর পর মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরাখণ্ডে ইউসিসির (UCC in Uttarakhand) বাস্তবায়ন করে সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর-সহ বাকিদের সম্মান ও শ্রদ্ধার্ঘ্য জানানো হল।”পোর্টালের উদ্বোধন করে ধামী বলেন, “এই মুহূর্ত থেকে গোটা উত্তরাখণ্ডে লাগু করা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। একইসঙ্গে এই মুহূর্ত থেকে উত্তরাখণ্ডের সমস্ত নাগরিকদের জন্য সাংবিধানিক অধিকারও সমান গণ্য হবে। ধর্ম নির্বিশেষে মহিলাদের সমান অধিকার চালু করা হল উত্তরাখণ্ডে।”
আরও পড়ুন : কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নতুন শুরু, চালু হচ্ছে ইউনিফায়েড পেনশন প্রকল্প!
কী কী বদল আনছে অভিন্ন দেওয়ানি বিধি? (UCC in Uttarakhand)
সব ধর্মের মানুষের জন্য জমি, সম্পত্তি, উত্তরাধিকার, বিয়ে এবং বিবাহবিচ্ছেদ সংক্রান্ত এক এবং অভিন্ন আইন প্রচলনের কথা বলা হয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধিতে (UCC in Uttarakhand)।
লিভ-ইন আইন : রাজ্যজুড়ে লাগু হওয়া এই নতুন বিধি অনুযায়ী, লিভ-ইন বা একত্রেবাসের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করাতে হবে একটি যুগলকে। তবে বিবাহ রেজিস্ট্রেশনের তুলনায়, লিভ-ইন রেজিস্ট্রেশন খানিকটা ভিন্ন। আর যদি সেই যুগলের বয়স ২১ বছরের নিচে হয় সেক্ষেত্রে অভিভাবকদের লিখিত সম্মতিও প্রয়োজন।লিভ ইন যুগলকে বাড়ি ভাড়া দেওয়ার সময় তথ্য গোপন করলে শাস্তি দেওয়া হবে বাড়ির মালিককেও। লিভ ইনের সরকারি নথিভুক্ত না করালে সর্বোচ্চ তিনমাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। ভুল তথ্য দিলে এই সাজা বেড়ে ৬ মাসের জেল এবং ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
আরও পড়ুন : মধ্যপ্রদেশের ধর্মীয়স্থানে ‘নিষিদ্ধ’ মদ! ১৭ জায়গায় মদ বিক্রিতে ‘না’ মধ্যপ্রদেশ সরকার
বিবাহ আইন : বিয়ের ক্ষেত্রে সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তবে রেজিস্ট্রেশন না হলেও বৈধতা থাকবে বিয়ের। কিন্তু রেজিস্ট্রেশন না থাকলে ওই বিয়ে আইনি স্বীকৃতি পাবে না। মিলবে না সরকারি সাহায্যও।এছাড়াও, রাজ্যের যুব প্রজন্মের পড়াশোনার কথা মাথায় রেখে মেয়েদের জন্য ১৮ বছর ও ছেলেদের জন্য ২১ বছর বয়সকেই বিয়ের সর্বনিম্ন বয়স হিসাবে নির্ধারণ করা হয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধিতে। নিষিদ্ধ করা হয়েছে, বহুবিবাহ, তিন তালাক, বাল্যবিবাহের মতো সামাজিক রীতিগুলিকে। এছাড়াও, নতুন বিধি অনুযায়ী, নিষিদ্ধ করা হয়েছে দু’টি মুসলিম বিবাহ রীতিকেও।