Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হাতে পহেলগাঁওয়ে ২৬ জন নিরপরাধ ভারতীয়ের প্রাণহানির পর দেশজুড়ে তীব্র ক্ষোভ (IND VS PAK Asia Cup)। ওই ঘটনার পর ভারতীয় সেনা চালায় ‘অপারেশন সিঁদুর’, ধ্বংস হয় একাধিক জঙ্গি ঘাঁটি, বন্ধ হয়ে যায় পাকিস্তানের সঙ্গে সমস্ত আদানপ্রদান। এমন পরিস্থিতিতে এশিয়া কাপে ভারত–পাক ম্যাচ ঘিরে দেশজুড়ে নানা প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সৌজন্যতায় ভাটা (IND VS PAK Asia Cup)
ক্রিকেটের প্রচলিত রীতি ভেঙে এই ম্যাচে দেখা যায় অন্য চিত্র(IND VS PAK Asia Cup)। টস জেতার পরও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি অধিনায়ক সলমন আলি আগার সঙ্গে করমর্দন করেননি। ম্যাচ জয়ের পরও ভারতীয় ক্রিকেটাররা প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। সুফিয়ান মুকিমের বলে সূর্য ছক্কা মেরে জয়ের মুহূর্ত তৈরি হতেই তিনি এবং শিবম দুবে সরাসরি সাজঘরের পথে হাঁটা দেন। পাকিস্তানি ক্রিকেটাররা মাঠেই অপেক্ষা করলেও সৌজন্য বিনিময়ে অংশ নেননি ভারতীয়রা।
সেনাকে উৎসর্গ জয় (IND VS PAK Asia Cup)
ম্যাচ শেষে সূর্যকুমারের কণ্ঠে স্পষ্ট হয় পহেলগাঁওয়ের স্মৃতি। তিনি বলেন, “আমরা পহেলগাঁও সন্ত্রাস হামলায় নিহতদের পরিবারের সঙ্গে সমব্যাথী। এই জয়টা আমরা আমাদের সেনাবাহিনীকে উৎসর্গ করছি। আশা করি ওঁরা যেভাবে দেশকে অনুপ্রাণিত করেন, আমরাও মাঠে সুযোগ পেলেই ওঁদের মুখে হাসি ফোটাতে চাই।”
আরও পড়ুন : IND VS PAK Asia Cup : ২২ গজেও বদলা, পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত
পাকিস্তানের কচুকাটা
পাকিস্তান এদিন ব্যাট হাতে তুলতে পেরেছিল মাত্র ১২৭ রান(IND VS PAK Asia Cup)। সাইম আয়ুব তিনটি উইকেট নিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ভারতের বোলিং আক্রমণে বিশেষ করে কুলদীপ যাদব ও স্পিন বিভাগ দাপট দেখায়। ব্যাট হাতে সূর্যকুমার যাদব দারুণ ইনিংস খেলেন। মাত্র ২৫ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে রেখে ভারত জয় তুলে নেয়। সূর্য ৪৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

আরও পড়ুন : IND VS PAK Asia Cup : পহেলগাঁওয়ে নিহতদের পরিবার এবং সেনাবাহিনীকে জয় উৎসর্গ করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব
পাকিস্তানের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ম্যাচটি উৎসর্গ করলেন পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবার এবং ভারতীয় সেনাবাহিনীকে(IND VS PAK Asia Cup)। ম্যাচ শেষে সূর্য বলেন, “আমরা মনে করি এটাই সঠিক সময় শহিদ পরিবারগুলির পাশে দাঁড়ানোর এবং সংহতি জানানোর। এই জয় আমাদের সশস্ত্র বাহিনীর জন্য, যারা নিজেদের সাহসিকতার মাধ্যমে দেশকে অনুপ্রাণিত করে চলেছেন। আমরা মাঠেও পাকিস্তানকে যোগ্য জবাব দেব।”