ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত ও চিন (India-China Meeting) দক্ষিণ এশিয়ার দুই মহাশক্তি এবার এক টেবিলে বসে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সদর্থক আলোচনা করেছে। এজন্য ধারনা করা হচ্ছে দক্ষিণ এশিয়ায় তৈরি হতে পারে নতুন কূটনৈতিক সমীকরণ। এবার ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হয়েছিল জি-২০ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই। আর ব্রাজিলের এই জি-২০ সম্মেলনের মাঝেই বৈঠক হয় ভারত ও চিনের বিদেশ মন্ত্রীর মধ্যে।
গুরুত্বপূর্ণ বৈঠক (India-China Meeting)
ভারতের বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর ও চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই এর মধ্যে হওয়া এই বৈঠক (India-China Meeting) অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। কেননা ভারত ও চিন দক্ষিণ এশিয়ার দুই মহাশক্তির মধ্যে বেশ কয়েক বছর কূটনৈতিক স্তরে অচলাবস্থা চলছিল। কিন্তু সম্প্রতি ভারত ও চিন আবারও নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা মেটানোর চেষ্টা করেছে। ইতিমধ্যেই দুই দেশের সেনা ২০২২ সালের সংঘর্ষের আগের অবস্থানে সরে গেছে। আর এই সমস্যা মেটার পর এটাই চিনের সঙ্গে প্রথম কূটনৈতিক স্তরে দ্বিপাক্ষিক বৈঠক।
সেনা সরানোর বিষয়ে কথা (India-China Meeting)
আগেই রাশিয়ার সহযোগিতায় দুই দেশের সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চল থেকে সেনা সরানোর বিষয়ে কথা হয়েছে (India-China Meeting)। ২০২২ সালের জুন মাসে গালওয়ানে ভারত ও চিনা সেনার সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের পর থেকেই দু’দেশের সম্পর্কে ব্যাপক টানাপড়েন তৈরি হয়েছিল।
আরও পড়ুন: Trump Jr: অস্ত্র কোম্পানিকে মুনাফা দিতে তৃতীয় বিশ্ব যুদ্ধ নিশ্চিত করছে, বিস্ফোরক ট্রাম্প জুনিয়র
সামরিক স্তরে একাধিক বার আলোচনা হয়েছিল দু’দেশের সেনার মধ্যে। কিন্তু কিছুতেই কোনও সমাধান বেরিয়ে আসছিল না। অবশেষে এবছর অক্টোবরে রাশিয়ার কাজ়ানে ব্রিক্সের শীর্ষ সম্মেলনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে কূটনৈতিক স্তরে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকে সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে একমত হয় ভারত ও চিন দুই দেশই।
আরও পড়ুন: GSAT-N2: গ্রামাঞ্চলে মিলবে আরও উন্নত ব্রডব্য়ান্ড পরিষেবা, ইসরোয় ‘জিস্যাট-এন২ পাঠাল এলনের সংস্থা
সেনা সরানোর বিষয়ে আলোচনা
জানা গিয়েছে, ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর কাজ কতটা এগিয়েছে সেবিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। এই বৈঠকের ভারতের বিদেশ মন্ত্রী ড. জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরও ভালো করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে।এছাড়াও গোটা বিশ্বের অন্যান্য পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
চিনও চাইছে ভারতের সঙ্গে সম্পর্ককে আরও মসৃণ করতে। এই দ্বিপাক্ষিক বৈঠকের আগে চিনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্রও সেই আভাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, চিন ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করতে চায়। পারস্পারিক ভরসা আরও বৃদ্ধি করতেও উৎসাহী চিন।