ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে ক্রমেই (India Pakistan Conflict)। এই আবহে মঙ্গলবার একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নামানোর দাবি করল পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘রেডিয়ো পাকিস্তান’ এবং ‘পিটিভি নিউজ়’ দাবি করেছে, “ভীমবের জেলার মানাওয়ার সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছিল একটি ভারতীয় ড্রোন। পাক সেনা সেটিকে গুলি করে নীচে নামিয়েছে।”ঘটনাটি ঘটেছে পাক অধিকৃত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায়। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে ভারতের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রক বা সেনাবাহিনীর তরফে কোনও বিবৃতি মেলেনি।
পহেলগাঁও হামলার রেশেই তপ্ত সীমান্ত (India Pakistan Conflict)
ঘটনার প্রেক্ষাপটে মনে রাখা জরুরি, এক সপ্তাহ আগেই কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরস্ত্র মানুষ। মৃতদের মধ্যে অধিকাংশই ছিলেন ভ্রমণে আসা পর্যটক (India Pakistan Conflict)। এই নৃশংস ঘটনার পরে দিল্লি সরাসরি পাকিস্তানকে দায়ী করে কড়া পদক্ষেপ নেয়।সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত। ১৯৬০ সালে ভারতে গঠিত সিন্ধু কমিশন এবং জলপ্রবাহ ভাগাভাগির যে চুক্তি হয়েছিল পাকিস্তানের সঙ্গে, তা এতদিন ধরে আন্তর্জাতিক স্তরে ‘অচলিত’ হিসেবে টিকে ছিল। কিন্তু এবার তারই একতরফা স্থগিত ঘোষণা করে দিল্লি (Narendra Modi
)।
পাল্টা হুঁশিয়ারি ইসলামাবাদের(India Pakistan Conflict)
এর জবাবে ইসলামাবাদও নরম না হয়ে হুঁশিয়ারি দেয়, “জলপ্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধের শামিল (India Pakistan Conflict)।” একই সঙ্গে শিমলা চুক্তি (১৯৭২) স্থগিতের কথাও তোলে পাকিস্তান, যা নিয়ন্ত্রণরেখা নির্ধারণের মূল ভিত্তি।এই পরস্পরের পাল্টা-পাল্টি অবস্থানের মধ্যে সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ক্রমেই বাড়ছে। শুধু গত ৪৮ ঘণ্টায় দু’বার সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। সোমবার রাতেও গুলি চালায় পাকিস্তানি ফৌজ, যার কড়া জবাব দেয় ভারতীয় সেনা।

সীমান্ত উত্তেজনার মাঝে ড্রোন বিতর্ক(India Pakistan Conflict)
এই পরিস্থিতিতেই মঙ্গলবার দুপুরে পাকিস্তানি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ভারতের একটি ড্রোন ‘মানাওয়ার সেক্টরের’ আকাশসীমা লঙ্ঘন করে। পাকিস্তানি সেনা সেটিকে গুলি করে ফেলে। যদিও কোনও নিরপেক্ষ সূত্র এই দাবি যাচাই করেনি, এবং ভারত সরকার এখনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি।

ভবিষ্যতের বার্তা(India Pakistan Conflict)
বিশেষজ্ঞদের মতে, ড্রোন নামানোর দাবি সত্য হয়ে থাকলেও বিষয়টি কূটনৈতিক স্তরে বড় উত্তেজনার ইঙ্গিত দিতে পারে (India Pakistan Conflict)। পহেলগাঁও হামলার পর থেকেই দিল্লি যে ‘নমনীয় নীতি’ থেকে সরে এসেছে, তা স্পষ্ট। পাশাপাশি ইসলামাবাদও শিমলা চুক্তি ও জলচুক্তি নিয়ে আগ্রাসী মনোভাব নিচ্ছে।উভয় দেশের কূটনীতিক ও সেনা মহল এখন নজর রাখছে— এই উত্তেজনা কি সীমান্ত সংঘর্ষে গিয়ে ঠেকবে, নাকি আসন্ন আন্তর্জাতিক চাপের মুখে নিয়ন্ত্রণে আসবে!