ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস (India Pakistan Conflicts) করার উদ্দেশ্যে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি গুরুত্বপূর্ণ অভিযান শুরু করে ৭ মে। এই অভিযানের পর ৮ মে রাতের দিকে পাকিস্তান ভারতের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল, বিশেষ করে অমৃতসরের স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে। তবে ভারতীয় সেনা একসাথে আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে এই হামলাগুলি কার্যকরভাবে প্রতিহত করেছে, এবং স্বর্ণমন্দিরের পবিত্র স্থানে একটিও ক্ষতি হওয়ার সুযোগ দেয়নি।
ধর্মীয় স্থানকে টার্গেট করার চেষ্টা (India Pakistan Conflicts)
ভারতের ১৫ নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (India Pakistan Conflicts) মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি সোমবার এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, পাকিস্তান কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে হামলা চালায়নি, বরং সাধারণত নাগরিক স্থল বা ধর্মীয় স্থানকে টার্গেট করার চেষ্টা করেছিল। তিনি আরও বলেন, “আমরা জানতাম পাকিস্তান যে হামলা চালাচ্ছে তা হয়তো নির্দিষ্ট কোনও লক্ষ্যকে লক্ষ্য করে নয়, তাই আমরা প্রস্তুতি নিয়ে স্বর্ণমন্দিরকে সুরক্ষিত করেছিলাম।”
স্বর্ণমন্দিরের ওপর হামলা (India Pakistan Conflicts)
জেনারেল শেষাদ্রি জানান, ভারতীয় সেনা আগেই এই হামলার জন্য (India Pakistan Conflicts) প্রস্তুত ছিল এবং প্রতিটি ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে সফলভাবে প্রতিহত করেছে। তারা স্বর্ণমন্দিরের ওপর যে হামলা চালানো হয়েছিল, সেটি রুখে দিয়েছে এবং গুলি করে ড্রোন নামিয়ে দেওয়া হয়। এ কারণে, অমৃতসরের স্বর্ণমন্দিরে কোনো ধরনের ক্ষতি বা আঁচড় পর্যন্ত পড়তে দেওয়া হয়নি।
হামলার সবকটি চেষ্টা ব্যর্থ
এর আগে, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের হামলায় ২৬ জন ভারতীয় সেনা নিহত হয়। এই ঘটনার পরই ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার জন্য ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। মেজর জেনারেল কার্তিক আরও জানান, পাকিস্তান চেষ্টা করেছিল ভারতের সেনাঘাঁটি, শহর ও ধর্মীয় স্থানগুলোতে হামলা চালানোর। তবে ভারতীয় আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ও সেনাবাহিনীর সতর্কতার কারণে এই হামলার সবকটি চেষ্টা ব্যর্থ হয়।
আরও পড়ুন: Weather Forecast: মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, তাপদাহ কমবে সপ্তাহজুড়ে!
পাকিস্তানের এসব হামলার পরিকল্পনা ছিল অমৃতসর, জম্মু, শ্রীনগর, পঠানকোট, জালন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড়, ভুজের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। প্রতিরক্ষা মন্ত্রকও এক বিবৃতিতে জানিয়েছে যে, পাকিস্তান এ ধরনের হামলা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু ভারতের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্ষম হয়েছে।