Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলার জন্য ভারতকে দায়ী করে পাক সেনা বিবৃতি প্রকাশ করে।পাকিস্তানি সেনাবাহিনীর সেই বিবৃতি খারিজ করে পাল্টা বিবৃতি দিল ভারত(India)।শুধু তাই নয়, পাকিস্তানের এই বক্তব্যকে ঘৃণামূলক ভাষণ বলে বর্ণনা করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের বিবৃতি (India)
পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই ঘটনার নেপথ্যে ভারতের হাত রয়েছে(India) ৷পাকিস্তানের সেই দাবি পত্রপাঠ প্রত্যাখ্যান করে দিয়েছে ভারত।নয়া দিল্লির বিদেশ মন্ত্রকের তরফে পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৮ জুন ওয়াজিরিস্তানে হামলার বিষয়ে পাক সেনার সরকারি বিবৃতি আমরা দেখেছি। সেই বিবৃতিকে আমরা অবজ্ঞার সঙ্গে খারিজ করছি। কারণ, সেটি অবজ্ঞারই যোগ্য।’ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ দীর্ঘ দিন ধরেই তুলে আসছে ইসলামাবাদ। যদিও সে সব অভিযোগের কোনও ভিত্তি এখনও খুঁজে পাওয়া যায়নি।

ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলা (India)
হামলায় পাক সেনাবাহিনীর ১৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে(India)। অভিযোগ, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আচমকা সেনা কনভয়ে ঢুকে পড়েছিল আত্মঘাতী জঙ্গি। মুহূর্তে বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক। এই ঘটনায় ১৩ জনের মৃত্যুর পাশাপাশি আহতও হয়েছেন অনেকে। পাক সেনার ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর)-এর বিবৃতি অনুযায়ী, ‘এক মহিলা এবং দুই শিশুও এই হামলায় গুরুতর জখম। খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলি এলাকায় ঘটনাটি ঘটেছে। সেনা কনভয়ের ভিতরে আত্মঘাতী হামলাকারীর গাড়ি ঢুকে পড়েছিল। কনভয়ের সামনের গাড়িটি এই গাড়িকে আটকায়। এরপরেই বিস্ফোরক বোঝাই গাড়িটি সেনার একটি গাড়িতে গিয়ে সজোরে ধাক্কা মারে এবং বিস্ফোরণ ঘটায়।’ এই ঘটনায় আরও ২৯ জন জখম হয়েছেন।
আরও পড়ুন-Ahmedabad Plane Crash: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নাশকতার আশঙ্কা! কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?
হামলার দায় স্বীকার (India)
পাকিস্তানি তালিবানের (টিটিপি) সঙ্গে যুক্ত সন্ত্রাসী সংগঠন হাফিজ গুল বাহাদুর গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ওই এলাকায় সক্রিয় বলে জানা গিয়েছে। পাক সেনার বিবৃতিতে দাবি করা হয়েছে, হামলার নেপথ্যে ‘ভারতের মদতপুষ্ট জঙ্গি’রা রয়েছে বলে তাদের সন্দেহ(India)। এই বিবৃতির পরেই ভারতের বিদেশমন্ত্রক পাল্টা বিবৃতি দিয়েছে।বিগত মাসগুলিতে উত্তর ওয়াজিরিস্তানে এই ধরনের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেনি ৷ স্বভাবতই এমন ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ একদিকে স্বাধীনতাপন্থী বালুচ বিদ্রোহীদের হামলায় জেরবার বালুচিস্তান প্রদেশ ৷ এর সঙ্গে দোসর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাকিস্তান-তালিবান জঙ্গিদের হামলা ৷

আরও পড়ুন-CM ask for forgiveness: পুরীতে রথযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত তিন, দায় স্বীকার মুখ্যমন্ত্রীর
তল্লাশি অভিযান জারি (India)
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, কিছু দিন আগেই দক্ষিণ ওয়াজিরিস্তানে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে হানা দিয়েছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী(India)। সেই অভিযানে ১১ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। মৃত্যু হয়েছিল দু’জন পাক জওয়ানেরও। তারপরেই সেনা কনভয়ে এই আত্মঘাতী হামলা। ইতিমধ্যে জঙ্গিদের খোঁজে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেনা অত্যন্ত সক্রিয়। বিশ্ব সন্ত্রাসবাদ সূচক ২০২৫ অনুযায়ী, পাকিস্তানে সন্ত্রাস হামলায় মৃত্যু বৃদ্ধি পেয়েছে ৪৫ শতাংশ। ২০২৩ সালে সেই মৃতের সংখ্যা ছিল ৭৪৮। ২০২৪ সালে তা বৃদ্ধি পেয়ে হয় ১,০৮১।
