ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রথমে যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলির সেঞ্চুরি, এরপর জাসপ্রিত বুমরার দুর্দান্ত বোলিংয়ে ভারত পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে (India vs Australia) অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে পরাজিত করেছে। ৫৩৪ রান তাড়া করে অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং ভারত তাদেরকে মাত্র ২৩৮ রানে গুটিয়ে দেয়।
বোলারদের সাফল্য (India vs Australia)
ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রিত বুমরা তিনটি করে উইকেট নেন এবং ওয়াশিংটন সুন্দর দুটি উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে ট্র্যাভিস হেড তারকা খেলোয়াড় হিসেবে ৮৯ রান করেন। তিনি ছাড়াও মিচেল মার্শ ৪৭ এবং অ্যালেক্স কেরি ৩৬ রান করেন। এর আগে ভারতের হয়ে জয়সওয়াল ১৬১ রান করেন এবং কোহলি তার ৩০তম টেস্ট সেঞ্চুরি করেন। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে (India vs Australia) ১-০ তে এগিয়ে গেল ভারত।
স্রোতের বিপরিতে জয় (India vs Australia)
অধিনায়ক রোহিত শর্মা এবং ব্যাটার শুভমান গিলের অনুপস্থিতিতে, বেশিরেভাগ মানুষের বিশ্বাস ছিল টিম ইন্ডিয়া শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে (India vs Australia) কঠিন সময়ের মুখোমুখি হতে পারে। যদিও, তারকা পেসার জসপ্রিত বুমরা হাসিমুখে অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতকে ২৯৫ রানের দুর্দান্ত জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। তারকা ব্যাটার বিরাট কোহলির ৩০তম টেস্ট সেঞ্চুরি এবং যশস্বী জয়সওয়ালের ১৬১ রানও এই খেলার প্রধান হাইলাইট হয়ে থাকবে।
আরও পড়ুন: IPL 2025 Auction: শেষ প্রথম দিনের নিলাম, এক ঝলকে প্রথম দিনের পাঁচ সবথেকে দামি খেলোয়াড়
দুই দলের স্কোর
পার্থে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের প্রথম টেস্টে ভারত প্রথম ইনিংসে করে ১৫০ রান এবং দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হারিয়ে ৪৮৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। অন্য দিকে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১০৪ রান এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩৮ রানে শেষ করে দেয় বুমরা-বাহিনী।
জয়ের রাস্তায় ছিলনা অস্ট্রেলিয়া
৫৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে দেখে কখনই মনে হয়নি যে তারা জয়ের রাস্তায় রয়েছে। তাদের খেলায় সেই মানসিকতা দেখা যায়নি, কারণ তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
আরও পড়ুন: জামশেদপুরের বিরুদ্ধে লিস্টনের বিশ্বমানের গোল, ৩ গোলে জিতে শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট
কী বললেন ভারতের অধিনায়ক
খেলার শেষে সাংবাদিক সম্মেলনে জয়সওয়াল এবং কোহলির প্রশংসা করেন অধিনায়ক বুমরা। তিনি বলেন, “পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের ১৬১ রান ছিল সম্ভবত তার সেরা টেস্ট ইনিংস”। বুমরাহ তার অপরাজিত ১০০ রানের জন্য বিরাট কোহলির প্রশংসা করেছিলেন বলেন যে “সিরিজের আগে কম স্কোরের রান করা সত্ত্বেও তিনি কখনই আউট অফ ফর্ম ছিলেন না।“
আমাদের দরকার কোহলিকে
বুমরা আরও বলেন, “আমি আগেও বলেছি, বিরাট কোহলির আমাদেরকে দরকার নেই, আমাদের তাকে দরকার। তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। এটা তার চতুর্থ বা পঞ্চম সফর। তাই তিনি তার খেলাকে অন্য সবার থেকে ভালো জানে।“