ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত পাঁচ ধাপ নিচে (Indian Passport Ranking) নেমে ৮০তম থেকে ৮৫তম স্থানে পৌঁছেছে। এই তথ্য প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫।
কিভাবে তৈরি এই রিপোর্ট? (Indian Passport Ranking)
হেনলি পাসপোর্ট ইনডেক্স (Indian Passport Ranking) ১৯৯টি পাসপোর্টকে তাদের ভিসামুক্ত প্রবেশাধিকারের ভিত্তিতে র্যাঙ্ক করে। এটি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA)-এর একচেটিয়া টিমাটিক ডেটার উপর ভিত্তি করে তৈরি।
কত দেশে ভিসামুক্ত প্রবেশ? (Indian Passport Ranking)
২০২৫ সালের তালিকা অনুযায়ী, ভারতীয় পাসপোর্টধারীরা (Indian Passport Ranking) ৫৭টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ করতে পারেন। ভারত এই র্যাঙ্কটি ইকুয়েটোরিয়াল গিনি এবং নাইজারের সঙ্গে শেয়ার করেছে।
আরও পড়ুন: Ritwick Chakraborty: মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে গুণী অভিনেতা, নিজেকে ভাগ্যবান বললেন ঋত্বিক
তালিকার শীর্ষে কারা?
২০২৫ সালেও বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, সিঙ্গাপুর পাসপোর্টধারীরা বিশ্বজুড়ে ১৯৫টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।
এরপরের স্থানগুলোতে রয়েছে জাপান (১৯৩টি দেশ), ফিনল্যান্ড (১৯২টি দেশ), ফ্রান্স (১৯২টি দেশ), জার্মানি (১৯২টি দেশ), ইতালি (১৯২টি দেশ), দক্ষিণ কোরিয়া (১৯২টি দেশ), স্পেন (১৯২টি দেশ), অস্ট্রিয়া (১৯১টি দেশ) এবং ডেনমার্ক (১৯১টি দেশ)।
সংযুক্ত আরব আমিরশাহি (UAE) গত এক দশকে সবচেয়ে বেশি উন্নতি করেছে। ২০১৫ সালের পর থেকে তারা অতিরিক্ত ৭২টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়েছে এবং দশম স্থানে উঠে এসেছে। বর্তমানে UAE পাসপোর্টধারীরা ১৮৫টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।
আরও পড়ুন: Raghu Dakat: খাদানের পর ঝড় তুলবে দেবের রঘু ডাকাত, প্রস্তুতি শুরু
মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান নিচে নেমেছে
হেনলি অ্যান্ড পার্টনার্সের রিপোর্ট অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তালিকায় দ্বিতীয় বৃহত্তম পতনের সম্মুখীন হয়েছে। তারা দ্বিতীয় স্থান থেকে নবম স্থানে নেমে গেছে।
ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট অ্যানি ফোরজেইমার বলেছেন, “মার্কিন রাজনীতিতে অন্তর্মুখী এবং বিচ্ছিন্নতাবাদী প্রবণতা বেড়েছে। যদিও মার্কিন অর্থনীতি অভিবাসন, পর্যটন এবং বাণিজ্যের উপর নির্ভরশীল, ২০২৪ সালের প্রেসিডেন্সিয়াল প্রচারে এমন ধারণা দেওয়া হয়েছিল যে আমেরিকা একাই চলতে পারে এবং চলা উচিত।”
তালিকার নিচের দিক
২০২৫ সালে হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বনিম্ন স্থানে রয়েছে পাকিস্তান এবং ইয়েমেন। এই দেশগুলির পাসপোর্টধারীরা মাত্র ৩৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। তাদের পরেই রয়েছে ইরাক (৩১টি দেশ), সিরিয়া (২৭টি দেশ) এবং আফগানিস্তান (২৬টি দেশ)।